শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » গাজীপুর » শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি ইকবাল হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলী ডাক্তারের ছেলে।

এ বিষয়ে র‌্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা করে কারারক্ষীদের জিম্মি করেন। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী ইকবাল হোসেন বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, র‌্যাবের বিশ্বস্ত সোর্স এবং গোপন সূত্রের বরাতে আমরা জানতে পারি ওই মামলার আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী ইকবাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় আত্মগোপনে আছেন। এমন সংবাদে রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:২৯   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাই, কারাগারে ইমামের মৃত্যু
পার্ক থেকে কীভাবে দুর্লভ প্রাণী চুরি হলো খুঁজে বের করতে হবে
‘ভাই পানি দেন, আমাদের বাঁচান’ আগুন লাগা ট্রেনের যাত্রীদের আকুতি
গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২
গাজীপুরে সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ৮১
গাজীপুরে ডাইং কারখানায় আগুন
শীতকালীন সবজি চাষে ব্যস্ত গাজীপুরের কৃষকরা
‘দলের চেয়ে দেশ বড়’ প্রমাণে ব্যর্থ হয়েছেন রাজনীতিবিদরা
আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই : মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ