মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না: ফরিদা আখতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না: ফরিদা আখতার
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না: ফরিদা আখতার

মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মওলানা ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন। মওলানা ভাসানীর মতো নেতা শুধু টাঙ্গাইল নয়, সারা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাস উনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না, যদি মওলানা ভাসানী না থাকতেন। তিনি মজলুম জননেতা ছিলেন। আমরা যে ভারতের কথা বলছি, ফারাক্কার বিরুদ্ধে আন্দোলনে মওলানা ভাসানী গিয়েছিলেন।’

উপদেষ্টা বলেন, ‘আগামী প্রজন্ম মওলানা ভাসানীকে চেনার একমাত্র উপায় হলো, পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত করা। আমি এ বিষয়টি শিক্ষা মন্ত্রাণালয়কে অবগত করব। এছাড়া এর জন্য যদি আমাকেও মানববন্ধনে দাঁড়াতে হয়, আমি তা করব।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশ হলো ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের কোস্ট গার্ড, নৌবাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে। এবার তারা আরও সতর্ক অবস্থানে রয়েছে। ইলিশ মাছ চোরাচালানও হয়। স্থলপথেও কিন্তু ইলিশ মাছ চোরাচালান হয়। সবক্ষেত্রেই বিজিবিসহ সবাই সতর্ক অবস্থানে রয়েছে।’

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ জেলার পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩১   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়: শামা ওবায়েদ
বোয়ালমারীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত
সরিষাবাড়ীতে ভিজিডির চাল আত্মসাৎ প্রশাসকের বিরুদ্ধে আদালতে মামলা
পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
২০০৮ সাল থেকেই নির্বাচনব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া শুরু : শফিকুল আলম
নারী ও শিশুরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ: উপদেষ্টা
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা
রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ