যেকোন দুর্যোগে সরকার সবসময় মানুষের পাশে আছে : প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেকোন দুর্যোগে সরকার সবসময় মানুষের পাশে আছে : প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



যেকোন দুর্যোগে সরকার সবসময় মানুষের পাশে আছে : প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, বর্তমান সরকার ঝড়, অতিবৃষ্টি, বন্যা ও খরাসহ যেকোন দুর্যোগে সবসময় জনগণের পাশে আছে।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বন্যা কবলিত মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি আজ বলেন, বর্তমান সরকার ঝড়, অতিবৃষ্টি, বন্যা ও খরা মোকাবেলার পাশাপাশি আপনাদের দুঃখ-বেদনা-সুখ ভাগাভাগি করতে সব সময় আপনাদের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, ‘দেশের যেকোন প্রান্তে যা ঘটুক.. যে কোন দুর্যোগের বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তথ্য পাচ্ছি। চলমান বন্যায় সরকার আপনাদের পাশে আছে। এমনকি বন্যা-পরবর্তী পুনর্বাসনেও সরকার আপনাদের পাশে থাকবে।’
তিনি বলেন, সরকারের মাঠ পর্যায়ের সকল প্রতিনিধি বন্যাদুর্গত মানুষকে সেবা দিচ্ছেন।
বর্তমান সরকারের কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, দুর্নীতির বিরুদ্ধে এই সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সরকারে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
হালুয়াঘাট উপজেলার বিলদোড়ার রাহেলা এলাকায় বন্যা কবলিত এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়েন সচিব মো. সাইফুল্লাহ পান্না।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া
পরে সচিব প্রায় ৩৫০ স্থানীয় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হালুয়াঘাট উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বন্যা কবলিত প্রায় ১ হাজার ৫০০ মানুষ ওই এলাকায় আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বন্যা কবলিত লোকজনকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। পরে সচিব হালুয়াঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৫   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা
কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
আইসিডিডিআর, বি ও ডিপিই’র ম্যানুয়াল প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবে: কর্মশালায় বক্তারা
বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না : চরমোনাই পীর
এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের : সালাহউদ্দিন
সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ