হবিগঞ্জের হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জের হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেফতার
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



হবিগঞ্জের হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেফতার

হবিগঞ্জ জেলার বাহুবল থানার ওয়াহিদ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছগির মিয়াকে ফেনীর সোনাগাজী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ছগির মিয়া (৪৫) হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাবনাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম র‌্যাব- ৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ শরিফ উল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ভিকটিম ওয়াহিদ মিয়া (৩২) হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাবনাকান্দি গ্রামের ইছাক উল্লার ছেলে। একই গ্রামের আব্দুল হাই ও ছায়েদ মিয়ার সঙ্গে পূর্ব থেকেই জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। গত ২৪ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৯টার দিকে ছায়েদ মিয়া ও আসামি ছগির মিয়াসহ অন্যান্য লোকবল নিয়ে আব্দুল হাই এর একটি জায়গা দখল করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, শিকল, লাঠিসোঁটা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছায়েদ মিয়া ওরফে আব্দুল কাইয়ুম ও ছগির মিয়াসহ অন্যান্য আসামিদের শিকল, দা, লাঠিসোটা, রডসহ অন্যান্য দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুল হাই পক্ষের লোক ভিকটিম ওয়াহিদ মিয়া গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। একই সংঘর্ষে আরও ২০/২৫ জন আহত হয়।

স্থানীয় লোকজন ভিকটিম ওয়াহিদ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছগির মিয়া ফেনী জেলার সোনাগাজীর উত্তর চর চান্দিয়া এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ২৯ (অক্টোবর) বিকেলে সেখানে অভিযান চালিয়ে আসামি ছগির মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটকরা আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতার আসামি মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলেও জানায়।

গ্রেফতার আসামি বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হবিগঞ্জ জেলার বাহুবল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১২   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী
ঐকমত্যের বাইরে কথা বললে বিভেদ বাড়বে, যা গণতন্ত্রের জন্য ভালো নয় : আমীর খসরু
সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
শোডাউনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের চমক
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : শফিকুল আলম
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ
ইসলামপুরে অসাধু উপায়ে মাছ শিকার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ
সরিষাবাড়ীর বালিয়া বেপারী পাড়ায় জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ