আবারো এশিয়ান ক্লাব প্রতিযোগিতায় হতাশার বৃত্তে বসুন্ধরা কিংস। ভুটানের থিম্পুতে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ কাপ থেকে বিদায় নিয়েছে বসুন্ধরা কিংস। একই সঙ্গে হেরে গেছে সাবেক কোচ অস্কার ব্রুজোনের কাছেও।
চাংলিমিথাং-এ দিনের প্রথম ম্যাচে জয় তুলে নেয় লেবাননের ক্লাব নেজমাহ। তাই লিগে টিকে থাকতে বসুন্ধরা কিংসকে জিততেই হতো ইস্ট বেঙ্গলের বিপক্ষে। এমন সমীকরণে খেলতে নেমে উল্টো নাস্তানাবুদ হয়েছে বসুন্ধরা কিংস।
ম্যাচের প্রথম মিনিটেই ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন দিয়ামানতাকোস। এরপর আরো অপ্রতিরোধ্য হয়ে উঠে কলকাতার ক্লাবটি। ২১ মিনিটে ব্যবধান ২-০ করেন সৌরভ চক্রবর্তী। ২৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে বসুন্ধরাকে ম্যাচ থেকে ছিটকে দেন নন্দকুমার। এরপর ৩৩ মিনিটে ইস্ট বেঙ্গলের হয়ে চতুর্থ গোল করেন আনোয়ার আলী। প্রথমার্ধেই এক হালি গোল হজম করে আর ম্যাচে ফিরতে পারেনি বসুন্ধরা কিংস।
দ্বিতীয়ার্ধে আর কোন গোল করতে না পারলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজোনের ইস্ট বেঙ্গল। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ড খেলবে। টানা দুই হারে কিংস ও এক পয়েন্ট পাওয়া ভুটানের পারো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নেজমাহ ও ইস্ট বেঙ্গল ম্যাচের পর এই গ্রুপের সেরা নির্ধারণ হবে। ফলে কিংস ও পারোর ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।
বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৭ ৪৭ বার পঠিত