প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শারজাহ’তে বাংলাদেশ যখন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে, তখন পর্যন্ত স্কোয়াডের দুই সদস্য দেশেই আছেন। পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ভিসা জটিলায় দেশে আটকা পড়ায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের একাদশ নির্বাচন করতে হচ্ছে ১৩ সদস্যের স্কোয়াড থেকেই। সংযুক্ত আরব আমিরাতের স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশের হাতে স্পিনার বলতে আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ফলে একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। শারজাহ স্টেডিয়ামের স্লো উইকেটে বাংলাদেশকে এই ম্যাচ খেলতে হচ্ছে পেস নির্ভর দল নিয়ে। ভিসা জটিলতায় নাহিদ রানা ও নাসুম আহমেদ দেশেই আটকে থাকায় তাদেরকে পাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ওয়ানডেতে দল কেমন হবে তা এখনও নিশ্চিত করেনি দুই দল। তবে বাংলাদেশের একাদশ অনেকটাই নিশ্চিত।

প্রতিপক্ষ দলে ডানহাতি ব্যাটার বেশি থাকলে বাংলাদেশ সাধারণত বাঁহাতি স্পিনার একাদশে রাখে। কিন্তু নাসুমের অবর্তমানে স্কোয়াডে কোনো বাঁহাতি স্পিনার না থাকায় অধিনায়ক শান্তকে আজ নির্ভর করতে হবে লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার মিরাজের ওপর।

এদিকে নাহিদ রানার অবর্তমানে স্কোয়াডে পেসারও আছেন তিনজন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। ৫০ ওভারের কোটা পূরণ করতে কমপক্ষে পাঁচজন বোলার নিয়ে নামতে হয়। সে হিসেবে তিন পেসারের খেলাও নিশ্চিত।

টপ অর্ডারে অধিনায়ক শান্তর জায়গা নিশ্চিত। মিডল অর্ডারে দুই সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ’র খেলাও নিশ্চিত। নিশ্চিত তাওহীদ হৃদয়ের জায়গাও। বাকি থাকে শুধু দুই ওপেনারের জায়গা। সেখানে সৌম্য সরকারের সঙ্গে তানজিদ হাসান তামিমকে জুটি বাঁধতে দেখার সম্ভাবনাই বেশি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম একাদশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৭   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ