রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ ইছাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল সিরকাদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতেই আমরা লাশ উদ্ধার করি। লাশের শরীলে কলসি বাধা ছিলো। লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি ২ দিন পূর্বে ওই ব্যক্তি পানিতে ছিলো। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৩:২৫ ৮২ বার পঠিত