৩ গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাল সিটি

প্রথম পাতা » খেলাধুলা » ৩ গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাল সিটি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



৩ গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাল সিটি

গত ২-৩ মৌসুম দাপিয়ে বেড়ানো ম্যানচেস্টার সিটির এবারের মৌসুমটা কাটছে দুঃস্বপ্নের মতো। কোনোভাবেই যেন ঘোর অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারছে না প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারিয়েছে।

ঘরের মাঠে ৫৩ মিনিটের মধ্যেই ৩ গোলে এগিয়ে গিয়েছিল সিটি। তবে সেখান থেকে ফিরে এসে নির্ধারিত সময়ের মধ্যেই ৩ গোল পরিশোধ করে ডাচ ক্লাব ফেইনুর্দ। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ ম্যাচ জয়বঞ্চিত থাকল সিটি। গত ৩০ অক্টোবর লিগ কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হার দিয়ে ব্যর্থতার জালে বন্দি হয় দলটি। সেই ম্যাচের পর প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহ্যামের বিপক্ষে হারে তারা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনও হারিয়েছে পরাশক্তি দলটিকে।

মঙ্গলবার রাতের শুরুটা অবশ্য বেশ দারুণ ছিল সিটির। শুরু থেকেই আক্রমণে দাপট দেখানো দলটি প্রথম গোল পায় ৪৪ মিনিটে। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন আর্লিং হলান্ড।

বিরতির পর শুরুটা দারুণ হয় সিটির। ৫০ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন হলান্ড।

সিটির জয় যখন অনেকটাই নিশ্চিত, তখন হুট করেই অবিশ্বাস্য এক কামব্যাক করে ফেইনুর্দ। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩ গোল করে সিটির হাতের মুঠো থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় দলটি।

৭৫তম মিনিটে ব্যবধান কমান আনিস হেজ মুসা। ৮২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সান্তিয়াগো হিমেনেস। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে তৃতীয় এবং শেষ গোলটি করেন ডেভিড হ্যাঙ্কো।

এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে নেমে গেছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্দ।

বাংলাদেশ সময়: ১১:৩১:৪৬   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভুটানকে হারিয়ে সাফের সেমিতে যুবারা
ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ