ব্র্যাক ব্যাংক ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার ২০২৩’ স্বীকৃতি পেয়েছে

প্রথম পাতা » অর্থনীতি » ব্র্যাক ব্যাংক ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার ২০২৩’ স্বীকৃতি পেয়েছে
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



ব্র্যাক ব্যাংক ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার ২০২৩’ স্বীকৃতি পেয়েছে

সেরা কর্পোরেট ব্যাংকিং সার্ভিস দেয়ার স্বীকৃতি স্বরূপ চীনের টেলিকমিউনিকেশন কোম্পানী জংজিং টেলিকমিউনিকেশন ইক্যুপমেন্ট (জেডটিই) কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার ২০২৩’ সম্মাননা পেয়েছে ব্র্যাক ব্যাংক।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি জেডটিই-এর এই স্বীকৃতি ব্র্যাক ব্যাংক-এর উদ্ভাবনী এবং কাস্টমাইজড ব্যাংকিং সেবা প্রদানের সাফল্য প্রতিফলিত করে। এই সার্ভিস কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের বিভিন্ন আর্থিক কার্যক্রমগুলো সহজ ও কার্যকর করতে সাহায্য করে।

গত ২৪ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাও জুনইয়ং-এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের নির্ভরযোগ্য ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে কাজ করে আসছে। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর মাধ্যমে জেডটিই-এর আমদানি কার্যক্রম সহজ হয়েছে, নগদ অর্থ ব্যবস্থাপনা হয়েছে আরও দক্ষ এবং তাদের কাজের গতি বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিং হেড (দক্ষিণ এশিয়া, ভারত এবং জাপান রিজিয়ন) জিয়া ঝেন, ফাইন্যান্স ডিরেক্টর লিউ মিন, ডেপুটি সিএফও গোলাম জিলানী এসিএস, ফাইন্যান্সিং ম্যানেজার লি ওয়েইয়ং এবং ফাইন্যান্সিং অ্যান্ড কালেকশন ম্যানেজার ইয়াং চেংলং। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩১   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ৯.৬৩ শতাংশ
মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি
নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
লিড প্লাটিনাম সনদ অর্জন করলো বাংলাদেশের আরও দুই কারখানা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা
দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে: বাণিজ্য উপদেষ্টা
জুলাইয়ে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর
ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ