যে ৫ গুণে মহান আল্লাহর প্রিয় হওয়া যায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে ৫ গুণে মহান আল্লাহর প্রিয় হওয়া যায়
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



যে ৫ গুণে মহান আল্লাহর প্রিয় হওয়া যায়

কিছু গুণ অর্জন করলে মহান আল্লাহর প্রিয় হওয়া যায়। আর সবাই মহান আল্লাহর প্রিয় হতে চায়। তিনি মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে।’ (সুরা জারিয়াত: ৫৬)

এখানে এমন ৫ গুণ তুলে ধরা হলো যে গুণের মাধ্যমে মহান আল্লাহর প্রিয় হওয়া যায়:

সৎকর্মশীলতা

নেক আমল মানুষের পরকালীন জীবনের মূলধন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কারণ মহান আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। মহান আল্লাহ বলেন,

তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং (ব্যয় না করে) নিজেরা নিজেদের সর্বনাশ করো না। আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা বাকারা ১৯৫)

তাওবা

তাওবার বিনিময়ে মহান আল্লাহ তার বান্দাদের পাপ মোচন করেন। এটি মহান আল্লাহর বিশেষ নিয়ামত। এর মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হওয়া যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বান্দাদের তাওবার মাধ্যমে পাপমুক্ত হওয়ার পথ বাতলে দিয়েছেন। মহান আল্লাহ বলেন,

হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো—খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহর প্রবাহিত। নবী ও তাঁর সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। (সুরা তাহরিম ৮)

তাকওয়া

তাকওয়া মুমিনের একটি অনিবার্য গুণ। কোরআনে কারিমে মুত্তাকিদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়েছে। গুনাহ মাফের সুসংবাদ, দোয়া কবুল হওয়া, পরকালের সফলতা, রিজিকে বরকত দান হওয়াসহ আরও নানা বিষয়ে সুসংবাদ এসেছে। কোরআনে এসেছে,

নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে থাকেন, যারা তাকওয়া অবলম্বন করে। (সুরা নাহল ১২৮)

ধৈর্যশীলতা

হাসি-কান্না, সুখ-দুঃখ প্রতিটি মানুষেরই সঙ্গী। তাই কখনো কখনো মানুষের ওপর বিপদাপদ আসবে, কঠিন বিপদেও যারা মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবে, তারাই সফল হবে। পুরস্কার হিসেবে পাবে আল্লাহর সাহায্য ও ভালোবাসা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,

আর বহু নবী ছিল, তাদের সঙ্গে বিরাটসংখ্যক (নেককার) লোক যুদ্ধ করেছে। আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি এবং নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান ১৪৬)

আল্লাহর ওপর ভরসা করা

আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আশ্রয়স্থল একমাত্র আল্লাহই। যারা তা মনে-প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর ওপরই নির্ভর করে, আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,

অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো। নিশ্চয় আল্লাহ (তাঁর ওপর) নির্ভরশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান ১৫৯)

বাংলাদেশ সময়: ১০:৪৫:৩৬   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
দেশের প্রথম সর্বাধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন
পলিথিনের পরিবর্তে সাশ্রয়ীমূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন উপদেষ্টার
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব
সুষ্ঠু নির্বাচন নির্ভর করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর
মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপিত
আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের
লিভারপুল-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ আজ
‎‎সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ