কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হট লাইন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হট লাইন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হট লাইন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের জরুরি সেবা (হট লাইন নম্বর ০৯৬১২) উদ্বোধন করেন। কারাগারে সার্বক্ষণিক এ জরুরি সেবা চালু থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জরুরি সেবার মাধ্যমে কারাগারে যে কোনো বন্দির আত্মীয়-স্বজন বন্দির অবস্থান, হাজিরার তারিখ, বন্দির সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থার তথ্যাবলি, প্যারোলে মুক্তির তথ্য, অভিযোগ ও পরামর্শ সম্পর্কিত তথ্য জানাতে পারবে।

ঢাকা কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হট লাইন) উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে কারাগারে জরুরি সেবা (হট লাইনে) কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের সময় কারাগার থেকে যারা পালিয়েছিল তাদের মধ্যে ৭০০জন এখনও পালিয়ে আছে আর বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। যারা বাহিরে আছে তাদের সম্পর্কে সর্বাত্মক তদন্ত চলছে। জামিনপ্রাপ্ত আসামীরা নতুন করে অপরাধের সাথে জড়িত হলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকাসহ সারাদেশে ছিনতাই-চাঁদাবাজি বেড়েছে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাই-চাঁদাবাজি কমানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের স্বল্পতা নেই তবে তাদের দায়িত্ব পালনের প্রতি আরও বেশি আন্তরিক হতে হবে।

উপদেষ্টা কারাগার ঘুরে দেখেন এবং বন্দিদের খোঁজ খবর নেই। তিনি বলেন, বন্দিদের জন্য নির্ধারিত পরিমাণে খাবার পরিবেশন করা হচ্ছে। তবে বর্তমানে বন্দির সংখ্যা বেশি সেকারণে কিছুটা সমস্যা হতে পারে, তবে সেটি সমাধানের চেষ্টা চলছে।

৫ আগষ্টের পরে সাধারণ ক্ষমায় কোনো আসামি কারাগার থেকে বের হয়নি বরং জামিনে বের হয়েছে বলে জানান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৫:২৬:১৭   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
নারায়ণগঞ্জের ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৭ প্রার্থী
বার্সেলোনার মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের
এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হলেন দলের মুখপাত্র
প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
পুলিশের আইনি কাজে বাধা দিলে গ্রেপ্তার করে আদালতে পাঠাতে হবে : আইজিপি
শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা ও সমাধান নিয়ে কর্মশালার উদ্বোধন করলেন সমাজকল্যাণ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ