আ.লীগ-ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগ-ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



আ.লীগ-ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

জুলাই গণহত্যার বিচারের দাবিতে শুক্রবার (৩১ জানুয়ারি) গণমিছিল শেষে শাহবাগে এ ঘোষণা দেন শিবিরের নেতারা।

এর আগে, জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্রশিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, ছয় মাস পেরিয়ে গেল, অথচ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখিনি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। নির্বিচারে রাজনৈতিক বন্দিদের হত্যা করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করে এ সরকারকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

শিবিরের সেক্রেটারি বলেন, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে উল্টো বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে।

শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ভেবেছিলাম বাংলাদেশের মাটিতে দ্রুত আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না।

২০০৬ থেকে ছাত্রশিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলে শিবির তাদের বিরুদ্ধেও সংগ্রাম চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:২৮   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা
শিরোপা উৎসবে শেষ কিংস একাডেমি টুর্নামেন্ট
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী
ঐকমত্যের বাইরে কথা বললে বিভেদ বাড়বে, যা গণতন্ত্রের জন্য ভালো নয় : আমীর খসরু
সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
শোডাউনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের চমক
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ