আ.লীগ-ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগ-ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



আ.লীগ-ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

জুলাই গণহত্যার বিচারের দাবিতে শুক্রবার (৩১ জানুয়ারি) গণমিছিল শেষে শাহবাগে এ ঘোষণা দেন শিবিরের নেতারা।

এর আগে, জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্রশিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, ছয় মাস পেরিয়ে গেল, অথচ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখিনি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। নির্বিচারে রাজনৈতিক বন্দিদের হত্যা করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করে এ সরকারকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

শিবিরের সেক্রেটারি বলেন, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে উল্টো বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে।

শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ভেবেছিলাম বাংলাদেশের মাটিতে দ্রুত আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না।

২০০৬ থেকে ছাত্রশিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলে শিবির তাদের বিরুদ্ধেও সংগ্রাম চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:২৮   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, নেতা-কর্মীদের উচ্ছ্বাস
বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক
পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি
এমন কাউকে নির্বাচিত করবেন না যে মেয়াদ শেষে পালিয়ে যায় : জ্বালানি উপদেষ্টা
বাংলাদেশের জালে ১১ গোল দিলো জাপান
বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান
পিআর পদ্ধতিতে ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব: মাসুদ সাঈদী
বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে
গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ বোমা ফেলেছে ইসরাইল
সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ