পরিচ্ছন্নতাকর্মী থেকে অস্কার জয়ী অভিনেত্রী, কে এই অলিভিয়া?

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিচ্ছন্নতাকর্মী থেকে অস্কার জয়ী অভিনেত্রী, কে এই অলিভিয়া?
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



পরিচ্ছন্নতাকর্মী থেকে অস্কার জয়ী অভিনেত্রী, কে এই অলিভিয়া?

জীবনের শুরুটা পরিচ্ছন্নতাকর্মী হিসেবে শুরু করেন বর্তমানে আন্তর্জাতিকমানের সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। হলিউডের এ অভিনেত্রী প্রমাণ করেছেন জীবনের কঠিন পরিস্থিতিতে ভেঙে না পরে প্রবল ইচ্ছায় সাফল্যের নাগাল পাওয়া সম্ভব।

অভিনেত্রী হওয়ায় অনেকেই মনে করেন শোবিজ দুনিয়ার তারকাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত নানা রঙে রঙিন। দর্শকরা জাকজমকপূর্ণ সাফল্যের গল্পটা জানলেও অনেকেই হয়ত জানেন না অভিনেত্রীদের ধূসর জীবনের কথা।

১৯৭৪ সালের ৩০শে জানুয়ারি নরফোকের নরউইচে জন্মগ্রহণ করেন অলিভিয়া। বিশ্বে এ নামে পরিচিত হলেও অভিনেত্রীর আসল নাম সারা ক্যারোলিন কোলম্যান। সারার বাবা কিথ কোলম্যান ছিলেন একজন চার্টার্ড সার্ভেয়ার। মা ম্যারি (জন্মনাম লিকি) ছিলেন একজন নার্স।

তবে নার্স হওয়ার পাশাপাশি একজন ব্যালে ড্যান্সারও ছিলেন ম্যারি। মায়ের সে গুণ থেকেই সারার অভিনয় ও নাচের প্রতি আগ্রহ তৈরি হয়। পড়াশুনা করেন নাট্যকলা নিয়ে। ওই সময় অর্থ উপার্জনের জন্য পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন সারা।

১৯৯৯ সালে স্নাতক সম্পন্ন করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফুটলাইটস ড্রামাটিক ক্লাবে অডিশন দেন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় অভিনেতা ডেভিড মিচেল ও রবার্ট ওয়েবের। অভিনয়ে ক্যারিয়ার শুরুর সময় নাম নিয়ে বিড়ম্বনায় পড়েন সারা। যুক্তরাজ্যে শিল্পী সংগঠনে একই নামে আরেকজন শিল্পী থাকায় নামের বিড়ম্বনা এড়াতে নিজের পছন্দের বান্ধবীর নামকে আপন করে নিয়ে সারা ফেলে অলিভিয়া রাখেন।

২৬ বছর বয়সে তিনি টিভি সিরিজ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তবে তখনো অভিনয়ে ক্যারিয়ার শুরু নিয়ে দোটানায় ছিলেন অলিভিয়া। তবে পরের গল্পটা কেবলই অর্জনের। ‘দ্য লস্ট ডটার’ , ‘দ্য লবিস্টার’ , ‘দ্য ফেবারিট’ , ‘দ্য বিয়ার’ , ‘দ্য ক্রাউন’ কাজগুলো তাকে পরিণত করে অনন্য অভিনেত্রী হিসেবে।

হলিউডে অলিভিয়াই একমাত্র অভিনেত্রী যিনি বাফটা পুরস্কারে একই সঙ্গে সেরা অভিনেত্রী, কমেডি অভিনেত্রী ও পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন।

অভিনেত্রীর ক্যারিয়ারে অর্জনের ঝুলিতে রয়েছে একটি একাডেমি পুরস্কার, একটি প্রাইমটাইম এমি পুরস্কার, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, চারটি বাফটা পুরস্কার, চারটি বিফা পুরস্কার, দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, বিএফআই ফেলোশিপ পুরস্কার, ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কার, অস্কার পুরস্কারসহ অসংখ্য অর্জন।

বাংলাদেশ সময়: ১১:৩৩:০৯   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ