জামালপুরে ঝগড়া থামাতে গিয়ে শ্রমিকদল নেতা নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ঝগড়া থামাতে গিয়ে শ্রমিকদল নেতা নিহত
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে ঝগড়া থামাতে গিয়ে শ্রমিকদল নেতা নিহত

জামালপুর প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা শ্রমিকদলে সিনিয়র যুগ্ন সম্পাদক আজিজ সরর্দার (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর-ছাতারিয়া (পূর্বপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন নিহতে জামাই সোহাগ সরকার।

নিহতে পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ছাতারিয়া এলাকার মৃত খালেক আকন্দের ছেলে আব্দুল সালাম গংদের সাথে একই গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আ. করিম মন্ডলদের সাথে ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।

আজ সকালে সেই বিরোধপুর্ণ জমিতে হাল দিতে যায় আব্দুল সালম পক্ষের লোকজন। এসময় আব্দুল করিম মন্ডলের পক্ষের লোকজন বাধা দেয়। এই নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ঠিক সেই সময় স্থানীয় মুরুবি হিসেবে আজিজ সরর্দার ঝগড়া থামাতে যান।

এসময় আব্দুল সালামের স্ত্রী রেভা বেগম উত্তেজিত হয়ে মাতাব্বর আজিজ সরর্দারকে ধাক্কা দিলে কোদালের উপড় পড়ে গিয়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই সোহাগ সরকার বলেন, তার শ্বশুর গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। জমি বিরোধের সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে দুইপক্ষকে থামতে যান। কিন্তু এসময় উত্তেজিত হয়ে রেভা বেগম আমার শ্বশুরকে আঘাত করলে তিনি মারা যান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হবে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৮   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ
জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৮ জন জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছে - মুক্তিযুদ্ধ উপদেষ্টা
বন্দরে কামাল চেয়ারম্যান গ্রেপ্তার, রিমান্ডের আবেদন
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি
আগামি বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে: বাণিজ্য উপদেষ্টা
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ
ষড়যন্ত্রকারীরা নির্বাচনী উদ্যোগ বানচালের চেষ্টা করতে পারে : গয়েশ্বর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ