আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ২
সোমবার, ১০ মার্চ ২০২৫



আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ২

আর্জেন্টিনার কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং এখনও দুই তরুণী নিখোঁজ রয়েছে। ডুবুরিরা পানিতে ভেসে যাওয়া ওই দুই তরুণীর সন্ধান করছেন।

আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের দক্ষিণে অবস্থিত এবং দেশের অন্যতম বৃহত্তম এই বন্দর নগরীতে গত শুক্রবার কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিপাতের কারণে নগরীর ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণত এক বছরের সমান এই বৃষ্টিপাতের ফলে অসংখ্য পাড়া মহল্লা এবং রাস্তাঘাট দ্রুত পানিতে ডুবে গেছে।

রোববার এক সংবাদ সম্মেলনে মেয়র ফেদেরিকো সুসবিয়েলস বলেন, বন্যার ফলে ৪০০ মিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

তিনি এক্স-এ এক পোস্টে বলেন, বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি জানান।

ইতিমধ্যে, এক এবং পাঁচ বছর বয়সী দুই বোনের নিখোঁজ হওয়ার ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। রোববার কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে, নিখোঁজ মেয়েরা তাদের মায়ের সাথে একটি ভ্যানের ছাদে ছিল, ঠিক তখনই পানির ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়।

তিনি রেডিও মিটার আউটলেটকে বলেন, ডুবুরিরা সেই এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে, যেখানে এক মিটারেরও বেশি পানি রয়ে গেছে।

গত শুক্রবার ঝড়ের কারণে আশেপাশের উপকূলীয় এলাকার বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এক পর্যায়ে রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে যাওয়ার কারণে বাহিয়া ব্লাঙ্কোর নগর কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সরকার ১০ বিলিয়ন পেসোর জরুরি পুনর্গঠন সহায়তা অনুমোদন করেছেন।

বাহিয়া ব্লাঙ্কা অতীতে আবহাওয়া-সম্পর্কিত দুর্যোগের সম্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে একটি ঝড়ের আঘাতে ১৩ জন প্রাণ হারায়। এর ফলে ঘরবাড়ি ধসে পড়ে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৮:২৬   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির
ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস
নতুন প্রস্তাব নিয়ে ইসরায়েলের দিকে তাকিয়ে মধ্যস্থতাকারীরা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ১১ জনের
আগামী শুক্রবার পুতিন-জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বসতে চান ট্রাম্প: রিপোর্ট
নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ মন্তব্যের প্রতিবাদে ৩১ দেশের বিবৃতি
স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
গাজায় বোমা হামলায় নিহত সাংবাদিক শরীফ তার শেষ বার্তায় কি বলেছিল ?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ