যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে : তারেক রহমান
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে : তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-কঠিন ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।’

তিনি বলেছেন, ‘রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে এবং একইসঙ্গে সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীরা’- এ অভিযোগ উত্থাপন করে তিনি বলেন, এদেরকে শক্তহাতে মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।

তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন। এছাড়াও তিনি কর্মশালায় অংশগ্রহণকারী নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। এ প্রস্তাব সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীরা কাজ করছে। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘টেইক ব্যাক বাংলাদেশ’র সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্নভাবে এখনও আমরা এটি অর্জন করতে সক্ষম হইনি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো- এদেশের মানুষের অধিকার কম-বেশি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কমবেশি প্রতিষ্ঠিত হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতায়ন যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যার কমবেশি সমাধান আমরা করতে পারবো, তখনই আমরা বলতে পারবো- ‘টেইক ব্যাক বাংলাদেশ’ কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।’

দেশের স্বাস্থ্য সেবার প্রতি গূরত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী দশ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই আমরা।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা একটি বড় বিষয়। পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সংস্কৃতি ও খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রমে যুক্ত থাকে। এর ফলে যেমন তাদের মানসিক বিকাশ ঘটবে, তেমনি শারীরিক বিকাশও হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, ‘সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশ গ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, এ পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যতো কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপি’র শাসনামলে।’

আয়তনের দিক থেকে বড় না হলেও জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ অনেক বড়’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশে অঞ্চল ভিত্তিক সাহিত্য, সাংস্কৃতি, কৃষ্টি ও সংস্কৃতির আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রাম, চট্টগ্রাম, কুষ্টিয়াতেও রয়েছে ভিন্ন ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি। এ বৈচিত্র্যই হচ্ছে আমাদের ঐতিহ্য।’

এর আগে প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে ‘প্রশ্নোত্তর পর্বে’ অংশ নেন তিনি। এসময় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন তারেক রহমান।

তিনি আরও বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, দেশীয় কৃষ্টি-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ‘আমরা জানি, গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে জীবনযাপন করেছেন, চিকিৎসার অভাবে দুর্ভোগে পড়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় অনেক সংস্কৃতিকর্মীকে সহায়তা করা হয়েছিল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে রয়েছে এই সংস্কৃতিকে এগিয়ে নেওয়া। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও সংস্কৃতি ও খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। শিশুদের বাধ্যতামূলকভাবে এই কার্যক্রমে যুক্ত করা হবে যাতে তারা মানসিক ও শারীরিকভাবে বিকশিত হতে পারে।’

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল। প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমেই দেশে শান্তি ফিরবে, সব সেক্টর দুর্নীতিমুক্ত হবে এবং একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা বিলুপ্ত হবে।

এর আগে কর্মশালার প্রথম অধিবেশনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন হবে। একদলীয় শাসনের মাধ্যমে দেশের মানুষ আর জিম্মি থাকবে না।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মানুষকে মানুষ মনে করেনি; তারা তাদের মনপসন্দ একটি দলকে প্রাধান্য দিয়েছে। তবে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে, তারা বাইরের প্রভুত্ব মানে না।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৪   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ