কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যা বললো যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যা বললো যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যা বললো যুক্তরাষ্ট্র

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়ে বলেছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কোনো ভূমিকা পালন করবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র দফতর।

শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে দাবি করে দেশটির বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘কাশ্মীরে হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়েছে। আমরা সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘এই হামলায় যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের আরোগ্যের জন্য প্রার্থনা করি। এই ভয়াবহ হামলায় যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাই।’

এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি স্থাপনের প্রস্তাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে ব্রুস বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আমি সেই পরিস্থিতি সম্পর্কে আর কিছু বলব না।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু কথা বলেছেন। তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। আমি এই ধরনের কোনো বিষয়ে অবস্থান নিতে চাচ্ছি না।’

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় ভূমিকা পালন সম্পর্কে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের মুখাপাত্র বলেন, ‘এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অবশ্যই, আমরা এখন কাশ্মীর বা জম্মুর অবস্থা সম্পর্কে কোনো অবস্থান নিচ্ছি না।’

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৫   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ