আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের

প্রথম পাতা » খেলাধুলা » আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
শনিবার, ৩ মে ২০২৫



আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের

দুই ম্যাচের ব্যবধানে টানা সেঞ্চুরি করে আলো ছড়ালেন ওপেনার জাওয়াদ আবরার। তার দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৬ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর ফলে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা।

শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।
ইনিংসের শুরু করতে নেমে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী যোগ করেন ৪৯ রান। কালাম ১৯ রানে ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর আজিজুল হাকিম ২৩ রান করে রানআউট হলে কিছুটা চাপে পড়ে দল। তবে এরপর আবরারকে সঙ্গ দেন রিজান হোসেন।
এই জুটি ১৩৫ রানের বড় পার্টনারশিপ গড়ে তোলে দলের ভিত মজবুত করে।

আবরার করেন ১১৫ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা। তার বিদায়ের পরও থামেনি বাংলাদেশের রানের গতি। রিজান ৭৭ বলে ৮৫ রান করেন, আর নিচের দিকে মোহাম্মদ আব্দুল্লাহ (৩২), দেবাশিষ দেবা (১৯) ও সামিউন বশির (২৩) কার্যকর ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ৩৩৬ রানের বিশাল সংগ্রহে।
শেষদিকে অপরাজিত থাকেন আল ফাহাদ (১৯*)।

শ্রীলঙ্কার হয়ে রশিথ নিমসারা নেন ৩ উইকেট, থারুশা নভদয়া ২টি এবং সানুজা নিন্দুওয়ারা নেন ১টি উইকেট।

৩৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৩৬ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
অধিনায়ক ভিমাথ দিনসারা একমাত্র লড়াই করেন—৭২ বলে করেন ৬৬ রান। চামিকা হিনাতিগালা ১৮ বলে ৩০ রান করে কিছুটা ঝড় তোলার চেষ্টা করেন।

তবে বাকি ব্যাটাররা ব্যর্থ। কাভিজা দিমানশিথ ৪৬ বলে ২৩ ও রশিথ নিমসারা ২৯ বলে ৩৯ রান করলেও জয়ের ধারেকাছেও যেতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত তারা থামে ১৯০ রানে।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট পান সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম। একটি করে উইকেট ভাগ করে নেন সামিউন বশির, দেবাশিষ দেবা ও কালাম সিদ্দিকী।

এই জয়ে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশ সামনে থাকছে সিরিজ নিশ্চিত করার সুযোগ।

বাংলাদেশ সময়: ২১:০১:৫৪   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ