উদ্ভাবনী ধারণা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » উদ্ভাবনী ধারণা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বুধবার, ৭ মে ২০২৫



উদ্ভাবনী ধারণা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণিসম্পদের প্রতি সচেতন করা গেলে, দেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য উদ্ভাবনী ধারণা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে।

তিনি সকল দপ্তর সংস্থাকে আগামীতে আরও বেশি সংখ্যক উদ্ভাবনী ধারণা প্রদানের আহ্বান জানান।

আজ সকালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং, ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, উদ্ভাবন যত বেশি পরস্পর আদান-প্রদান করা যাবে, তা তত বেশি সফল হবে। উদ্ভাবনের সুফল পেতে হলে, তা গ্রামগঞ্জের মানুষের নিকট পৌঁছে দিতে হবে।

তিনি উদ্ভাবন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন।

তিনি বলেন, মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার দক্ষ জনবলকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, প্রতিদিন নিজেদের মধ্যে নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে চিন্তা করতে হবে, তাহলে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলা যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মো. ইমাম উদ্দীন কবীর।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, দপ্তর সংস্থাগুলো নিয়মিতভাবে উদ্ভাবন নিয়ে কাজ করলে, সরকারি সেবা সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর।
এ সময় দপ্তর ও সংস্থার প্রধানগণসহ ইনভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এবার ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দপ্তর সংস্থা মোট ৩০টি ইনভেশন নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১১টি, মৎস্য অধিদপ্তরের ১০টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৩টি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২টি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ২টি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ১টি ও মেরিন ফিশারি একাডেমির ১টি ইনোভেশন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৩   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধনবাড়ীতে শিক্ষকের অনৈতিকতার অভিযোগে মানববন্ধন ও বিচার দাবি
পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু
মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার
তরুণদের নিয়ে জলবায়ু অভিযোজনে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু
তদন্তের স্বার্থে ১৫ দিন সব ইউনিটের কার্যক্রম বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ