বুধবার, ৭ মে ২০২৫

বন্দরে রনি মোল্লা হত্যাকান্ডে র‍্যাবের হাতে যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে রনি মোল্লা হত্যাকান্ডে র‍্যাবের হাতে যুবক আটক
বুধবার, ৭ মে ২০২৫



বন্দরে রনি মোল্লা হত্যাকান্ডে র‍্যাবের হাতে যুবক আটক

বন্দরে রনি মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় মাহবুব (৩৭) নামের একজনকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৬ মে) ফতুল্লার আলিগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাহবুব হলেন বন্দরের সেনপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, ‘গত ৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে। প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্লার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে এবং মারধরের একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে নিহত রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫—৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল মাহবুবকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৬   ২৪৪ বার পঠিত