
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের মেট গালা সমাপ্তির পর, বিশ্বের চলচ্চিত্র জগতের নজর এবার ফ্রান্সের দক্ষিণে৷ যেখানে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ আজ (১৩ মে) থেকে শুরু হতে চলেছে৷
এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি’অর পুরস্কার দেওয়া হবে৷
কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসবেই এই সম্মান দেওয়া হবে রবার্ট ডি নিরোকে৷ সেইসঙ্গে আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে৷
এই কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’-এর স্পেশাল স্ক্রিনিং হবে৷ ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ আগামী ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে৷
১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে শনিবার পর্যন্ত এবারের কান চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে৷ যেখানে সরাসরি সম্প্রচার যেমন হবে, তেমনই ফেস্টিভ্যাল দে কান ইউটিউব চ্যানেলের ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার করবে আয়োজকরা৷
বাংলাদেশি সময় আজ রাত ১১ টা ১৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে৷ সেখানেই ডি নিরোকে পাম ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে৷
এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা তথা বলিউডের দুই অভিনেত্রী উপস্থিত হবেন৷ কানের রেড কার্পেটে ফের একবার নিজের উপস্থিতি পেশ করতে চলেছেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন ৷ সেই সঙ্গে বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে এবারের কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে৷
ঐশ্বরিয়া আবারও লাল গালিচায় ফিরে আসছেন৷ প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন৷ যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটে ছিলেন। তিনি কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন৷
এই বছর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ল’ওরিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করবেন কান চলচ্চিত্র উৎসবে৷ আর এই সুযোগ পেয়ে বেশ উত্তেজিত আলিয়া বলেন, ‘প্রথমবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার বিষয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ৷’
বাংলাদেশ সময়: ১৬:৩২:১৬ ৯ বার পঠিত