বুধবার, ১৪ মে ২০২৫

মানবাধিকার সমুন্নত রেখে কাজ করছে পুলিশ : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবাধিকার সমুন্নত রেখে কাজ করছে পুলিশ : আইজিপি
বুধবার, ১৪ মে ২০২৫



মানবাধিকার সমুন্নত রেখে কাজ করছে পুলিশ : আইজিপি

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

বুধবার (১৪ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংস্থাটির প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। আইজিপি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৪   ১০ বার পঠিত