আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল : ফজলুর রহমান

প্রথম পাতা » কিশোরগঞ্জ » আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল : ফজলুর রহমান
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ‌্যাডভোকেট ফজলুর রহমান (বীর মুক্তিযোদ্ধা) বলেছেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, আমি সেই দল করি। আমি যে দলটা করি, সেটা হলো মুক্তিযোদ্ধার দল।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, আমি নাকি সত্যিকারের মুসলমান না, ধর্মকে নাকি গালাগাল করি।
আমি আপনাদের হাতজোড় করে বলি, আমি এই পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেহেতু আমি মুসলমান। যেদিন আমার বয়স ৫ বছর হইছে সেদিন আমার বাবা মসজিদ এবং মাদরাসায় ভর্তি করেছেন স্কুলে যাওয়ার আগে। অ, আ পড়ার আগে আমি প্রথম পড়েছি আলিফ, বা, তা, ছা। আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা ইয়া নবী সালাম আলাইকা।
ধর্মের ইস্যুতে যারা আমার বিরুদ্ধে কথা বলে তারা হলো মিথ্যাবাদী, বেঈমান, বিশ্বাসঘাতক, রাজাকার, স্বাধীনতাবিরোধী।

জামায়াত তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমার বিরোধ ছিল না। কিন্তু ৫ আগস্টের পরে জামায়াতে ইসলামী বলছে ‘আমরা কি শুধু গণতন্ত্রের জন্য হাসিনাকে যুদ্ধ কইরা নামাইছি নির্বাচনের জন্য। আমরা নতুনভাবে রাষ্ট্র করব।
’ ঠিক তখনই জামায়াতে ইসলামী বলছে, ‘৪৭ হলো স্বাধীনতা আর ২৪ হলো স্বাধীনতা। ৭১ হলো গণ্ডগোল। ৭১ কিছু না। এইডা ইন্ডিয়ার হিন্দুরা গণ্ডগোল লাগাইছে। এইডা কোনো মুক্তিযুদ্ধ না।
’ দুই দিন তিন দিন সহ্য করছি।

রায়টুটী ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ‌্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান ও সোমেশ কুমার গোপ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২২:১২:২০   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল : ফজলুর রহমান
ভৈরবে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
শাপলা প্রতীক পেতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে এনসিপি
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওড়ের মৎস্যসম্পদ ক্ষতির সম্মুখীন - মৎস্য উপদেষ্টা
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ