গণতন্ত্রের প্রশ্নে আমরা সবাই একমত : গয়েশ্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রের প্রশ্নে আমরা সবাই একমত : গয়েশ্বর
রবিবার, ২৫ মে ২০২৫



গণতন্ত্রের প্রশ্নে আমরা সবাই একমত : গয়েশ্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশ বাঁচাতে গণতন্ত্রের প্রশ্নে সকল বৃহত্তর রাজনৈতিক দলগুলো একমত। আমরা চাই ড. ইউনূস সফল হোক। তিনি সফল হওয়ার মানেই হলো জুলাই অভ্যুত্থানের সফলতা।’

তিনি বলেন, ‘আমরা লড়াই করা জাতি। গণতন্ত্র, জনগণের মৌলিক ভোটাধিকার নিশ্চিত হওয়ার আগে যেন ঈশ্বর আমার ম্তৃ্যু না দেয়।’

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশ বাঁচাও বন্দর বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি একথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক এবং প্রাকৃতিক বন্দর। সেটি কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া যাবে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা চাই ড. ইউনূস সফল হোক। তার মতো একজন জনপ্রিয় মানুষ সফল হওয়া মানেই হলো, জুলাই-আগস্ট আন্দোলনের সফলতা। আজকে যারা জুলাই আন্দোলনের মুকুট চায়, তাদের তো মুকুট অনেক আগেই দেওয়া হয়েছে। আমরাও দিয়েছি।

সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐকমত্য রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রের সংস্কার প্রশ্নে বৃহত্তর রাজনৈতিক দলগুলো তো একমত রয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে সবাইকে ডেকে পরামর্শ নিয়ে সংস্কারের পথ ত্বরান্বিত করুন। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন যাতে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হয়।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে এবং বাংলাদেশ এলিডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

এছাড়াও আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের মূল সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:০৭   ৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুদানে যুদ্ধের কারণে শিশু অপুষ্টির হার দ্বিগুণ হয়েছে : ইউনিসেফ
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬
শুল্ক আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে একমত
১৬ জুলাই সরকারি ছুটি থাকবে?
শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
নির্বাচনে বোঝা যাবে কোন দল শক্তিশালী : দুদু
নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আগেই বেড়ে গেল তেলের দাম
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা চলছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ