মঙ্গলবার, ২৭ মে ২০২৫

বন্দরে দুই যুবক আটক, ৩০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে দুই যুবক আটক, ৩০ কেজি গাঁজা উদ্ধার
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



বন্দরে দুই যুবক আটক, ৩০ কেজি গাঁজা উদ্ধার

বন্দরে দুই যুবককে আটক করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী ঢাকা মেট্রো ড-১২-৪৬৮১ নম্বরের একটি ট্রাকে ওই অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫), এবং কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)।

জানা যায়, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। পরে তাদের বিরুদ্ধে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:২৪   ৩২৭ বার পঠিত