তারকাবহুল এমন ‘আনন্দমেলা’ আগে দেখেনি দর্শক

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারকাবহুল এমন ‘আনন্দমেলা’ আগে দেখেনি দর্শক
শনিবার, ৩১ মে ২০২৫



তারকাবহুল এমন ‘আনন্দমেলা’ আগে দেখেনি দর্শক

প্রায় প্রতি ঈদেই বিটিভিতে দুইটি ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। এর মধ্যে একটি ‘ইত্যাদি’, অন্যটি ‘আনন্দমেলা’। প্রতি বছরই ঈদের এই দুই অনুষ্ঠানে দেশের শোবিজাঙ্গনের তারকাদের হাট দেখা যায়।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘আনন্দমেলা’র ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। যেখানে ঢালিউড মেগাস্টার শাকিব খানসহ অন্যান্য তারকাদের হাট বসবে।

পর্দায় রাজ করার পাশাপাশি এবারই প্রথম ‘আনন্দমেলা’য় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের প্রধান নায়ক।

সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।

প্রযোজকরা জানান, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রথমবারের মতো দেখা যাবে ‘আনন্দমেলা’য়। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরমেন্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।

অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা।

শিল্পীরা হলেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি এবং মীম চৌধুরী। এছাড়াও কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এই তিন তারকা।

এছাড়াও থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ওহে শ্যাম, প্রেমের বাক্স ও দয়াল গানের কোলাজে নেচেছেন পূজা চেরী এবং মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি গানের সঙ্গে নেচেছেন দিঘী।

‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা।

ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার।

থাকছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। এছাড়াও ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। এছাড়াও দর্শকদের জন্য থাকছে বিশেষ পর্ব।

বলাই যাচ্ছে, তারকাবহুল এমন ‘আনন্দমেলা’ আগে দেখেনি দর্শক।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৪   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী
বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক-আইনি দায়িত্ব: নাহিদ
১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হোক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ