কৃষি খাতকে আরও রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ কৃষি উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষি খাতকে আরও রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ কৃষি উপদেষ্টার
শনিবার, ৩১ মে ২০২৫



কৃষি খাতকে আরও রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ কৃষি উপদেষ্টার

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বল্পোন্নত দেশ হতে উত্তোরণের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় স্থানীয় কৃষি খাতকে আরও রপ্তানিমুখী করার উপর গুরুত্বারোপ করেছেন।

আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘লোকাল লেভেল ষ্টেকহোল্ডারস কনসালটেশন অন ইনক্লুসিভ ম্পোথ এন্ড সাসটেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন শীর্ষক’ এক কর্মশালা প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ গুরুত্বারোপ করেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) এ কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন , গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী , ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকি।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকে টেকসই করতে হলে সুশাসনের কোন বিকল্প নেই।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, মুন্সীগঞ্জে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমূহ বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী জাতীয় ঐক্য ও সংহতি শক্তিশালীকরণের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশকে এলডিসি উত্তরণ করতেই হবে। এখান থেকে ফিরে আসার সুযোগ নেই।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকি বলেন, উত্তোরণের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইআরডির অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এ এইচ এম জাহাঙ্গীর।

তিনি বলেন, উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় কি প্রভাব পড়তে পারে বা নতুন কি সুযোগ ও সম্ভাবনা সৃস্টি হতে পারে সেই বিষয়ে স্থানীয় বেসরকারি খাত বিশেষত রপ্তানিমুখী শিল্পের প্রতিনিধিদের মধ্যে এখন থেকেই প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি ওপর গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার ,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খন্দকার ।

কর্মশালায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:১২   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ