কৃতি শিক্ষার্থী ও আইনজীবীকে সংবর্ধনা দিলো সরিষাবাড়ীর হাটবাড়ী কল্যাণ পরিষদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃতি শিক্ষার্থী ও আইনজীবীকে সংবর্ধনা দিলো সরিষাবাড়ীর হাটবাড়ী কল্যাণ পরিষদ
রবিবার, ৮ জুন ২০২৫



---

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থী ও আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে হাটবাড়ী কল্যাণ পরিষদ। রোববার (৮ জুন) বিকেলে সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী কল্যাণ পরিষদ আয়োজিত ‘কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠানটি হাটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অবসর আমজাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক (অবসর) আব্দুর রাজ্জাক, সিনিয়র সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার দাস, কেরানী তোফাজ্জল হোসেন, হাটবাড়ী কল্যাণ পরিষদের উপদেষ্টা আহম্মদ আলী তারু, সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাজাদা মিয়া সুমন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ বাচ্চু প্রমুখ।

এই সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এছাড়াও, অনুষ্ঠানের আয়োজক হাটবাড়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে জামালপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সদস্য এবং এপিপি হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাডভোকেট শাহাজাদা মিয়া সুমনকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাটবাড়ী কল্যাণ পরিষদের ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় হোসেন (জুরন)। এতে হাটবাড়ী কল্যাণ পরিষদের উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫০:৩৭   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী
বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ