দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে : সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে : সারজিস আলম
সোমবার, ৯ জুন ২০২৫



দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তিনি তরুণ প্রজন্মকে প্রচলিত রাজনীতির ধারা পুনঃপ্রতিষ্ঠার বিরুদ্ধে ‘প্রতিবন্ধক’ হিসেবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং কোনো কিছুতে অন্ধ বিশ্বাস না করে সমালোচনামূলক বিচার-বুদ্ধি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

স্থানীয় কোনো অপশক্তিকেই ফেরাউন, নমরুদ বা শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই। হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে পুরনো দমনমূলক ব্যবস্থা আবারো ফিরে আসবে।

আজ সোমবার (৯ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহরের ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও চিরন্তন’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আপনাদের কাছে একটা আহ্বান, অনুগ্রহ করে কাউকে এত বড় মনে করবেন না, এত শক্তিশালী মনে করবেন না যে সে ফেরাউন বা নমরুদ বা হাসিনার চেয়ে এই মুহূর্তে আপনাদের ঠাকুরগাঁয় শক্তিশালী। সো যেকোনো অন্যায়, অপকর্ম এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। সবার খারাপ আমলনামাগুলো মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, আপনাদের ঠাকুরগাঁওয়ের কথাই চিন্তা করেন। আপনাদের ঠাকুরগাঁওয়ে এখনও চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয়, ক্ষমতার অপব্যবহার হয়, ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্যও হয়। মামলা দেয়ার আগে ফোন দিয়ে বলে যে নাম না দিতে চাইলে টাকা দেন। নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন।
এরপরে যখন নাম কাটানো হয় না, তখন বলে জামিন নেওয়ার জন্য টাকা দেন। এই চক্রটা পুরো বাংলাদেশেই চলছে। সো এই চক্রটা এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কেউ করছে না। তাহলে কেউ না কেউ করছে। তাহলে যারা করছে, আমি যদি তাদেরকে এস্টাবলিশ হতে দেই, সে শেখ হাসিনার চেয়ে, সে বা তিনি বা তারা শেখ হাসিনার চেয়ে এই মুহূর্তে বেশি শক্তিশালী না।
শেখ হাসিনা তার সময়ে যত শক্তিশালী ছিল, তার চেয়ে শক্তিশালী না। কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে ভয়েসটা রেইজ না করি, সেটা শুধু ঠাকুরগাঁওয়ে ক্ষেত্রে না, পুরো বাংলাদেশের ক্ষেত্রে, এই সিস্টেমগুলো রি-এস্টাবলিশ হবে।

ঠাকুরগাঁও চিরন্তনের সভাপতি সুজন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শহীদুজ্জামান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন।

বাংলাদেশ সময়: ২২:১৫:২২   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে : ফারুকী
রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান সাখাওয়াতের
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র মামলার আসামি আটক
আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার
যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ চান ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ