সরিষাবাড়ীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত ভাড়া ফেরত, কাউন্টারকে সতর্কীকরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত ভাড়া ফেরত, কাউন্টারকে সতর্কীকরণ
শনিবার, ১৪ জুন ২০২৫



সরিষাবাড়ীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত ভাড়া ফেরত, কাউন্টারকে সতর্কীকরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় হাতেনাতে ধরে ফেলে সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত ভাড়া যাত্রীদের মাঝে ফেরতসহ কাউন্টারকে সতর্কীকরণ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় তারাকান্দি ক্যাম্প-২৬ বীর একটি সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী বাসস্ট্যান্ডে এলাকায় অবস্থিত বাস কাউন্টারে অভিযান চালায়। এই অভিযানে প্রত্যক্ষমান হয় সরিষাবাড়ী থেকে চট্টগ্রামগামী বিপুল কাউন্টারে যাত্রীদের কাছ থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিচ্ছে।

সেনা টহল দল যাত্রীদের টিকিট পরীক্ষা এবং তাদের সাথে কথা বলার পর এই অনিয়ম ধরা পড়ে। বিপুল কাউন্টারের টিকিট মাস্টার মো. মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের কথাটি স্বীকার করেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে যাত্রীদের অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেন এবং টহল অধিনায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাদিক এর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পরে টিকিট মাস্টারের অসুস্থতা এবং বয়সের কথা বিবেচনা করে, টহল কমান্ডার তাকে প্রথমবারের মতো ক্ষমা করে দেন। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে উপস্থিত মালিক ও শ্রমিকপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এই অভিযানের ফলে যাত্রীরা তাদের অতিরিক্ত আদায়কৃত ভাড়া ফেরত পেয়েছেন এবং বাস কাউন্টারগুলোকে সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০২   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ