জামালপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন
রবিবার, ১৫ জুন ২০২৫



জামালপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। রবিবার (১৫ জুন) সকাল থেকে ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি এলাকার প্রেমিক মোর্শেদ আলমের বাড়িতে অবস্থান করছেন তিনি।

অনশনরত তরুণী জানান, গত ছয় মাস ধরে ফেসবুকের মাধ্যমে মোর্শেদ আলমের (হাফিজুর রহমানের ছেলে) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশাও হয়েছে। মোর্শেদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে বিয়ে করতে চাইছে না। এদিকে, পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ আসায় এবং মোর্শেদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না জানিয়ে তিনি এই আমরণ অনশন শুরু করেছেন।

তরুণীর অভিযোগ, অনশনের খবর পেয়ে মোর্শেদ বাড়ি থেকে পালিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মোর্শেদ তাকে বিয়ে না করলে তার কাছে মরণ ছাড়া আর কোনো পথ খোলা নেই।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, অনশনকারী তরুণী একাদশ (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, প্রেমিক মোর্শেদ আলম এইচএসসি পাস করে বর্তমানে বেকার রয়েছেন। তরুণীর গ্রামের বাড়ি একই ইউনিয়নের চাপারকোনা এলাকায়।

এ বিষয়ে মোর্শেদ আলমের বাবা হাফিজুর রহমান বলেন, আজ সকালে হঠাৎ করেই মেয়েটি তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। তিনি মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনো সাড়া পাননি। মেয়েটির বাবাকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে,ছেলের বাবা হিসেবে হাফিজুর রহমান এই সম্পর্ক মেনে নিতে ইচ্ছুক বলে জানিয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে প্রেমিক মোর্শেদ আলমের খোঁজ নিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫১   ৫৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
রাজনৈতিক দলগুলোর অনৈক্যে, অনিবার্যভাবে ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ : এবি পার্টি
নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি
শহীদের ঋণ শোধ করতে হবে: জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ