সরিষাবাড়ীতে নারী এসিল্যান্ড একাই চার দপ্তরের কাণ্ডারি: সেবায় ধীরগতিতে জনদুর্ভোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নারী এসিল্যান্ড একাই চার দপ্তরের কাণ্ডারি: সেবায় ধীরগতিতে জনদুর্ভোগ
বুধবার, ১৮ জুন ২০২৫



সরিষাবাড়ীতে নারী এসিল্যান্ড একাই চার দপ্তরের কাণ্ডারি: সেবায় ধীরগতিতে জনদুর্ভোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একজন নারী সহকারী কমিশনার (ভূমি), লিজা রিছিল, চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব একাই সামলাচ্ছেন। এতে একদিকে যেমন কাজের চাপ বাড়ছে, তেমনি সেবা প্রদানে ধীরগতি এবং সাধারণ জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে।

লিজা রিছিল বর্তমানে ভূমি অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌরসভা মেয়র এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যক্রমও পরিচালনা করছেন। এই অতিরিক্ত দায়িত্বের কারণে সেবাপ্রত্যাশীরা সময়মতো সেবা পাচ্ছেন না। বিশেষ করে ভূমি সংক্রান্ত খতিয়ান বা নামজারি এবং পৌর নাগরিক সেবা পেতে দীর্ঘ বিলম্ব হচ্ছে। একই কাজের জন্য জনসাধারণকে দফায় দফায় অফিসে ঘুরতে হচ্ছে।
ভুক্তভোগী আব্দুল রহিম জানান, “জমি সংক্রান্ত বিষয়ে এসে দেখি এসিল্যান্ড স্যার ইউএনও অফিসে মিটিংয়ে ব্যস্ত। পরদিন গেলে আবার পৌরসভার সভা। কবে কাজ হবে তার ঠিক নেই।”

সরিষাবাড়ীর সাধারণ জনগণ এই পরিস্থিতিতে হতাশ। তারা প্রশ্ন তুলছেন, একজন নারী এসিল্যান্ড এতগুলো দায়িত্ব একা কীভাবে সামলাচ্ছেন।

এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত এই উপজেলায় একজন ইউএনও নিয়োগ দিলে জনগণের ভোগান্তি কমবে এবং সেবার মান উন্নত হবে।

উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল চলতি বছরের ২৪শে এপ্রিল থেকে এই চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ নিরলসভাবে করে যাচ্ছেন।

এবিষয়ে জামালপুর জেলা প্রশাসক(ডিসি) হাসিনা বেগম বলেন, দ্রুত সময়ের মধ্যে সরিষাবাড়ী উপজেলার (ইউএনও) যোগদানের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১৩:৩৭   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ