জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও ছিনতাই নিয়ে উদ্বেগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও ছিনতাই নিয়ে উদ্বেগ
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও ছিনতাই নিয়ে উদ্বেগ

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সমাজে ভালো মানুষ ও ভালো কাজের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একইসঙ্গে মাদক, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় জেলা প্রশাসক বলেন, “সমাজে অনেক ভালো মানুষ আছে, কিন্তু আমরা তাদের কথা বলি না। এজন্য মানুষ ভাবে ভালো কাজ করলে কোনো সম্মান নেই। যারা ভালো কাজ করেন, তাদের যদি বোকা বা বেকুব বলা হয়, তাহলে ভালো কাজের অনুপ্রেরণা কমে যাবে। সমাজ একা কারো নয়, সবাইকে নিয়েই সমাজ—এ বিষয়টা আমাদের বুঝতে হবে।”

তিনি আরও বলেন, “মাদক আমাদের বড় চ্যালেঞ্জ। মাদকের বিরুদ্ধে সবাই সচ্ছার না হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। আমাদের প্রত্যেকের এই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

সভায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার বলেন, “জেলায় চুরি ও ছিনতাই বেড়েছে। আমাদের ২৪ ঘণ্টায় ৬৮টি টহল টিম কাজ করছে। তারপরও চুরি ও ছিনতাই রোধ কঠিন হয়ে পড়েছে, কারণ অধিকাংশ অপরাধী ভাসমান। তারা অপরাধ করে দ্রুত স্থান ত্যাগ করছে।”

রূপগঞ্জের সাম্প্রতিক গোলাগুলি ও সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, “গোলাগুলির ঘটনার পেছনে স্থানীয়ভাবে তথ্য পাচার হচ্ছে। অপরাধীরা সুযোগ বুঝে এসে গোলাগুলি করে পালিয়ে যাচ্ছে। ডিবি পুলিশ রূপগঞ্জে অভিযান ও মহড়া দিচ্ছে।”

আড়াইহাজারে ডাকাতির পরিস্থিতি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, “রাতে ৭টি টহল টিম কাজ করছে এবং অতিরিক্ত ফোর্সও মোতায়েন রয়েছে। তবে কিছু এলাকা এতটাই ভিতরে যে সেখানে হেঁটে যেতে হয়, ফলে সেখানে ডাকাতির ঘটনা বেশি। গত মাসে একটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি বলেন, “আড়াইহাজারের দু’টি ইউনিয়নের ঘরে ঘরে ডাকাতির সদস্য রয়েছে এবং এটি বংশগতভাবে চলে আসছে। বাবা, দাদা, ছেলে—সবাই ডাকাতির সঙ্গে জড়িত। তারা অত্যন্ত প্রফেশনাল। জামিনে বের হয়ে আবার একই কাজে জড়িয়ে পড়ে। তিনটি জেলা থেকে ডাকাতরা আসে, স্থানীয়দের সহায়তায় ডাকাতি করে এবং দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে নজরদারি জরুরি।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সোনারগাঁ ইউএনও ফারজানা রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৩   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ