শহীদ জিয়ার অবদানেই দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়ার অবদানেই দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: খোকন
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



শহীদ জিয়ার অবদানেই দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: খোকন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা পরিবর্তন করে দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন—বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যে আওয়ামী লীগ বাকশাল কায়েম করে দেশের মানুষের মুখে শাল ঢুকিয়ে বহু দলীয় গণতন্ত্র হত্যা করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল—সেই দুঃসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। আবার বিএনপিকে ‘নো পার্টি’ বানাতে চক্রান্ত করা হয়েছিল। কিন্তু জনগণ চুনকালি মেখে প্রমাণ করে দিয়েছে—বিএনপি বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃ উদ্ধার করেন, আর তারেক রহমান ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছেন।”

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার মানুষের ভোট, মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা হরণ করেছে। এমনকি রাস্তায় চললেও মানুষ ভয় পেত। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সদস্য মো. এরশাদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, বিএনপি নেতা মো. কবির হোসেন, যুবদল নেতা দুলাল মিয়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০১   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে কে আমি: আরুনী
নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ