না.গঞ্জের উন্নয়ন-পরিবেশের প্রশংসা করলেন সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জের উন্নয়ন-পরিবেশের প্রশংসা করলেন সিনিয়র সচিব
শুক্রবার, ২০ জুন ২০২৫



না.গঞ্জের উন্নয়ন-পরিবেশের প্রশংসা করলেন সিনিয়র সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। তাঁর এই পরিদর্শনে জেলার উন্নয়ন কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসনের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

শুক্রবার (২০ জুন) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে সিনিয়র সচিবকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় সিনিয়র সচিবের সঙ্গে ছিলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। সিনিয়র সচিবকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার গ্রহণের পর সিনিয়র সচিব সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (BASA) নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

পরিদর্শনের এক পর্যায়ে সিনিয়র সচিব নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন হাজীগঞ্জ দুর্গ পরিদর্শনে যান। সেখানে তিনি পরিবেশ সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।

এছাড়াও, শহরের অন্যতম প্রধান সড়ক নারায়ণগঞ্জ-চাষাড়া লিংক রোডের সড়কদ্বীপে তিনি একটি গোলাপী ট্রাম্পেট (Pink Trumpet Tree) গাছের চারা রোপণ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয় যে, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও বিভিন্ন জাতের ফুল ও বৃক্ষরোপণের কার্যক্রম চলমান রয়েছে।

দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন অংশে সিনিয়র সচিব জেলার সার্বিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসনের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৫   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে কে আমি: আরুনী
নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ