ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে কী বলছে সিআইএ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে কী বলছে সিআইএ
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে কী বলছে সিআইএ

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে এবার কথা বলেচেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র‌্যাটক্লিফ। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মতো তিনিও দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক বছর পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির।

সিআইএ প্রধানের এই দাবি এর আগে ফাঁস হওয়া একটি গোয়েন্দা প্রতিবেদন থেকে সম্পূর্ণ ভিন্ন। হামলার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন, হামলায় পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে’। একই কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও।

তবে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএর প্রাথমিক মূল্যায়ন সম্পর্কে অবহিত এমন সাতজন ব্যক্তির বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। তথ্য ফাঁস করা এই সূত্রগুলোকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।

এদিকে ইরান প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করলেও পরে নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘বাজেভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। বুধবার (২৫ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ এ কথা বলেন। এদিন মার্কিন প্রেসিডেন্টও আরেকবার জোরের সাথে বলেন, হামলা চালিয়ে ইরানের ফরদো পারমাণবিক স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে।

এবার একই কথা বললেন সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। র‍্যাটক্লিফ দাবি করেন, সিআইএর তথ্য ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য এবং সঠিক উৎস থেকে পাওয়া।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:১৪   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ