অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন
বুধবার, ৯ জুলাই ২০২৫



অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গর্ডন রোর্কি মারা গেছেন। অজিদের হয়ে চার টেস্ট খেলা এই ফাস্ট বোলারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।

লম্বা এই ফাস্ট বোলার তার ক্যারিয়ারের চারটি টেস্টই ১৯৫৯ সালে খেলেছেন, যার দুটি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে, আর বাকি দুটি বছরের শেষের দিকে ভারতের মাটিতে। হেপাটাইটিস থেকে সৃষ্ট দীর্ঘমেয়াদি অসুস্থতায় তার ক্যারিয়ার থেমে যায়। সে সময় তাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে গতিশীল বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হতো।

অ্যাডিলেডে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকারই তার ক্যারিয়ারের সেরা সাফল্য। সেই টেস্টে ১০ উইকেটের জয়ে অ্যাশেজ পুনরুদ্ধার নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া।

তবে বোলিং অ্যাকশনের জন্য রোর্কিকে ক্যারিয়ার জুড়েই বিতর্ক সঙ্গী করে চলতে হয়েছে। তিনি এমনভাবে তার পেছনের পা টানতেন যাতে বল ছোঁড়ার সময় সামনে পা কয়েক ফুট এগিয়ে গিয়ে ক্রিজের অনেক বাইরে চলে যেত। রোর্কির এই অ্যাকশনের জন্য নো-বল আইন পর্যালোচনা করা হয়েছিল।

অ্যাডিলেড টেস্টে ৮৪ রানের ইনিংস খেলা কোলিন কাউড্রে স্মৃতিচারণা করে বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম যে সে না পা দিয়ে আমার পায়ের উপর চাপ দেয়।’

ভারত সফর থেকে অস্ট্রেলিয়ায় ফেরার পর অসুস্থতার দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে রোর্কির ক্যারিয়ার ২৫ বছর বয়সেই শেষ হয়ে যায়। নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪.৬০ গড়ে ৮৮ উইকেট শিকার করেছেন।

রোর্কির রাজ্য দল নিউ সাউথ ওয়েলস তার মৃত্যুতে শোক জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৮   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের আরও এক অঙ্গরাজ্য, জরুরি অবস্থা
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত
অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন
কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা
রুটকে সরিয়ে শীর্ষে উঠলেন ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের
পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে ৬০০ পরিবার
শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের উদ্যোগেও সংস্কার হচ্ছে : অর্থ উপদেষ্টা
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও অনুকূলে আনতে হবে : রাষ্ট্রদূত
গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ