অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন
বুধবার, ৯ জুলাই ২০২৫



অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গর্ডন রোর্কি মারা গেছেন। অজিদের হয়ে চার টেস্ট খেলা এই ফাস্ট বোলারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।

লম্বা এই ফাস্ট বোলার তার ক্যারিয়ারের চারটি টেস্টই ১৯৫৯ সালে খেলেছেন, যার দুটি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে, আর বাকি দুটি বছরের শেষের দিকে ভারতের মাটিতে। হেপাটাইটিস থেকে সৃষ্ট দীর্ঘমেয়াদি অসুস্থতায় তার ক্যারিয়ার থেমে যায়। সে সময় তাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে গতিশীল বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হতো।

অ্যাডিলেডে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকারই তার ক্যারিয়ারের সেরা সাফল্য। সেই টেস্টে ১০ উইকেটের জয়ে অ্যাশেজ পুনরুদ্ধার নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া।

তবে বোলিং অ্যাকশনের জন্য রোর্কিকে ক্যারিয়ার জুড়েই বিতর্ক সঙ্গী করে চলতে হয়েছে। তিনি এমনভাবে তার পেছনের পা টানতেন যাতে বল ছোঁড়ার সময় সামনে পা কয়েক ফুট এগিয়ে গিয়ে ক্রিজের অনেক বাইরে চলে যেত। রোর্কির এই অ্যাকশনের জন্য নো-বল আইন পর্যালোচনা করা হয়েছিল।

অ্যাডিলেড টেস্টে ৮৪ রানের ইনিংস খেলা কোলিন কাউড্রে স্মৃতিচারণা করে বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম যে সে না পা দিয়ে আমার পায়ের উপর চাপ দেয়।’

ভারত সফর থেকে অস্ট্রেলিয়ায় ফেরার পর অসুস্থতার দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে রোর্কির ক্যারিয়ার ২৫ বছর বয়সেই শেষ হয়ে যায়। নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪.৬০ গড়ে ৮৮ উইকেট শিকার করেছেন।

রোর্কির রাজ্য দল নিউ সাউথ ওয়েলস তার মৃত্যুতে শোক জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৮   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিতে কোনো ভাড়াটিয়া বা শিল্পপতির প্রয়োজন নেই: সাখাওয়াত
জামালপুরে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে অভিমানে বোনের আত্মহত্যা
সার্ক কৃষিকেন্দ্র প্রকল্পের মাধ্যমে কৃষিভিত্তিক ব্যবসার সম্প্রসারণ
বিএনপি একটি সুশৃঙ্খল দল এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে : আমীর খসরু
কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করলেন সমাজকল্যাণ উপদেষ্টা
বেইজিংয়ে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত
বহু স্রোতের মোহনা একটিই, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা : আলী রীয়াজ
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ