খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

প্রথম পাতা » খুলনা » খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ
সোমবার, ১৪ জুলাই ২০২৫



খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে। সংঘর্ঘের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেল লাইনের ওপর উঠে বন্ধ হয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তিনি জানেন না।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়।
এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।’

তিনি বলেন, ‘এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লোকমুখে শুনেছি আহত ওই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘অফিস গেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকে হাসপাতালে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫/৬ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে একজন অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৮   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প
নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না - শিল্প উপদেষ্টা
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য: প্রেস সচিব
শহীদ আসিফ হাসান স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী
ঝিনাইদহে ১৫০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ
কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়
ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ