খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

প্রথম পাতা » খুলনা » খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ
সোমবার, ১৪ জুলাই ২০২৫



খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে। সংঘর্ঘের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেল লাইনের ওপর উঠে বন্ধ হয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তিনি জানেন না।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়।
এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।’

তিনি বলেন, ‘এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লোকমুখে শুনেছি আহত ওই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘অফিস গেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকে হাসপাতালে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫/৬ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে একজন অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৫ আগস্ট উদ্বোধন
আমের ক্যারেটে কোটি টাকারও বেশি ইয়াবা, ডিবির জালে ধরা
কুষ্টিয়ায় দুদকের অভিযান, ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: হাসনাত
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই পদযাত্রায় অংশ নিতে শনিবার সাতক্ষীরায় আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ