সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষণা গিয়াসউদ্দিনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষণা গিয়াসউদ্দিনের
সোমবার, ১৪ জুলাই ২০২৫



সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষণা গিয়াসউদ্দিনের

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আজ থেকে সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করলাম। এখন থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না, কাউকে চাঁদা দেওয়া যাবে না।”

সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমার এলাকায় কেউ চাঁদা দাবি করলে তার হাত-পা ভেঙে দেবেন। ব্যবসায়ীদের বলছি, কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ দাবি করে, শক্ত হাতে প্রতিরোধ করুন—আর না পারলে আমাকে জানান, আমরা ব্যবস্থা নেবো।”

সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনের পরিবারকে ইঙ্গিত করে গিয়াসউদ্দিন বলেন, “নুর হোসেন জেলে বসেও ফোনে অরাজকতা সৃষ্টি করছে। তার পরিবার এ এলাকায় চাঁদাবাজি, মাদক, জুয়া, নগ্ন নৃত্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনো তার ভাই-ভাতিজারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি বলেন, “নুর হোসেনের ভাই ও ভাতিজা নির্বাচনে জয়ী হয়ে এলাকায় লুটপাট চালিয়েছে, মানুষের জায়গা দখল করেছে, চাঁদাবাজি করেছে—সবই জনগণের জানা।”

শামীম ওসমানের নাম উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন শামীম ওসমান। তার পোষা সন্ত্রাসী ছিল এই নুর হোসেন। তার আমলে নগ্ন নৃত্য, জুয়া, মাদক দিয়ে স্বর্গরাজ্য গড়ে উঠেছিল। যারা তখন নামাজ-রোজা করত, তারাও ভাগ-বাটোয়ারার জন্য সেই অপরাধে জড়িত ছিল।”

তিনি আরও বলেন, “আজ তারা পলাতক। কোথায় আছেন, তাও আমরা জানি। ঢাকা ও আশেপাশে থেকে তারা এখনো ষড়যন্ত্র করছে, চাঁদাবাজি করছে। অথচ দোষারোপ করা হচ্ছে বিএনপিকে।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হলিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস. এম. আসলাম, রওশন আলী, সেলিম মাহমুদ, নেতা জি. এম. সাদরিল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হোসেন রতন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, যুবদল নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ. কে. হিরা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি।

বাংলাদেশ সময়: ২৩:২২:১৩   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: আসিফ
মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা
ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি
সিদ্ধিরগঞ্জে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব
শেষ মুহূর্তে সিটির হারে ম্লান হালান্ডের কীর্তি
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর ফিলিপাইনের রাষ্ট্রদূতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ