
আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের তরুণদের প্রতি ব্যাপক আস্থা রাখছেন। কেননা তারাই ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি। আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে। এই মানসিকতা গড়ে উঠলে দক্ষ তরুণরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আজ আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।
এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোডিং, রোবোটিকস ও ক্লাউডভিত্তিক প্রযুক্তি আজকের বিশ্বে কর্মসংস্থান, লেখাপড়া ও দৈনন্দিন জীবনযাত্রার চিত্র পাল্টে দিচ্ছে। ফলে দিন দিন ডিজিটাল দক্ষতার চাহিদা বাড়ছে। এই দ্রুত রূপান্তরের প্রেক্ষাপটে এবাব ‘এআই ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হচ্ছে।
তিনি বলেন, পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হিসেবে তরুণদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ প্রতিপাদ্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত অগ্রগতির গতির সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতমুখী দক্ষতা অর্জনের জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান বৈশ্বিক চলমান উন্নত প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণরা প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসবে।
দেশে চলমান ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্ঞান ও প্রযুক্তি-নির্ভর অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গঠনে তরুণরাই চালকের আসনে থাকবে।
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা দিবসটি উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের সামগ্রিক দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও মান নিয়ন্ত্রণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দেশি ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী একটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পথ সুগম করাই এর লক্ষ্য।
এনএসডিএ দক্ষতা উন্নয়নে বিদ্যমান অসামঞ্জস্য দূরীকরণ এবং মান নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও প্রশংসা করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২২:৫০:২৯ ৯ বার পঠিত