জলাবদ্ধতা-যানজট-মাদক নিয়ন্ত্রণে ডিসির আশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলাবদ্ধতা-যানজট-মাদক নিয়ন্ত্রণে ডিসির আশ্বাস
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



জলাবদ্ধতা-যানজট-মাদক নিয়ন্ত্রণে ডিসির আশ্বাস

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “নতুন পথে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং। কারণ আমি জেলা প্রশাসক, দুইটা চোখ আমার, আমার সাথে সহকর্মীরা আছেন তাদের চোখ দিয়েও আমরা দেখি। কিন্তু আপনারা দেখেন, আপনাদের শত শত চোখ। আমরা যা দেখি আপনারা তার চেয়ে বেশি দেখেন। শত শত বছর ধরে আপনারা এই জেলাকে দেখে আসছেন। সুতরাং আপনাদের কাছে একরকম অনুভূতি হবে আমাদের কাছে আরেক রকম।”

তিনি আরও বলেন, “আপনারা যেভাবে প্রত্যেকটা জায়গায় দৃষ্টি দিতে পারবেন, আমার দৃষ্টিশক্তি প্রত্যেকটা জায়গায় এভাবে দেয়া সম্ভব না। প্রতিটা মানুষের লিমিটেশন থাকে। সব সমস্যার সমাধান কিন্তু কেউ করতে পারবে না। কিন্তু আমাদের ভালো কাজটা করার ইনটেনশন আছে।”

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের অনেক রক্ত ঝরেছে। ৫২-তে রক্ত ঝরেছে, সেখানে এক ধরনের বৈষম্য ছিল। ৭১-এ এক ধরনের বৈষম্য ছিল। ২৪-এ রক্ত ঝরেছে। আমরা যেন সাদাকে সাদা কালকে কালো বলি। আমরা যেন স্বার্থের চোখ দিয়ে না দেখি। আমরা যেন বাস্তব অবস্থাটা বুঝার চেষ্টা করি।”

জাহিদুল ইসলাম বলেন, “জুলাই শহীদদের যে স্মৃতিস্মম্ভ এটির মাধ্যমে নারায়ণগঞ্জ একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়ালো। জায়গা নির্বাচনের পর মাত্র চারদিনে আমরা এটি করতে সক্ষম হয়েছি। এটা নিয়ে দিন-রাত ২৪ ঘন্টা কাজ হয়েছে। এটা নারায়ণগঞ্জবাসীর সাফল্য, আপনাদের সফলতা। এটি নারায়ণগঞ্জ জেলার জন্য একটি মাইল-ফলক।”

‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচি নিয়ে ডিসি বলেন, “আমরা ১০ মে থেকে এ কার্যক্রম শুরু করি। আমরা ১ লাখ গাছ লাগানোর টার্গেট নিয়েছিলাম, যা ১০ জুলাই শেষ করেছি। আমরা মনেকরি এই শহরকে বাঁচাতে হলে সবুজায়নের কোন বিকল্প নেই।”

গত কয়েকমাসে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, যানজট, কৃষি, আইনশৃঙ্খলা, শ্রমিক অসন্তোষ, রাস্তা সংস্কার, পুনরুদ্ধার, মানবিক কার্যক্রম, জুলাই বীর যোদ্ধাদের সহযোগিতা, অফিসকে দালাল-মুক্তকরণ, লাঙ্গলবন্দের সুব্যবস্থাপনা, বাজার মনিটরিং, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাংস্কৃতিক পুরাকীর্তি এই সকল কার্যক্রম আমরা করে যাচ্ছি। ১২৫ ট্রাকের মতো ব্যানার-ফেস্টুন, ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি। আমি জানি নারায়ণগঞ্জ শহর পরিষ্কার হয়নি, করতে হবে। এটি সবাইকে নিয়ে করতে হবে।”

জেলার স্বাস্থ্য ও শিক্ষা-ব্যবস্থার উন্নয়নেও কাজ করার কথা জানান তিনি।

যানজটকে এ শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমরা চেষ্টা করেছিলাম। কাক্সিক্ষত মাত্রায় আমরা নিতে পারিনি। এর সাথে অনেকগুলো সেক্টর জড়িত। সবাইকে নিয়ে এখন আমরা গত সপ্তাহে সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে কথা বলেছি। আমরা জনবলও বাড়িয়েছি। অটোরিকশার চলাচলেও নিয়ন্ত্রণ আনতে হবে।”

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে ‘সামাজিক আন্দোলনেরও’ তাগিদ দেন তিনি।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের আরও একটি বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে একটি কমিটি গঠন করে দিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি ৯২ কিলোমিটার খালের ১৭ কিলোমিটার খালই ব্লকড। এই খালগুলো কিছু কারো অবৈধ দখলে আছে এবং কিছু বন্ধ হয়ে আছে। এইগুলো আমরা উচ্ছেদ করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৫   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’ - নাহিদ ইসলাম
শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে - মির্জা ফখরুল
ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
প্রথম আলোয় হামলা-ভাঙচুরের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার, ৩১ জন শনাক্ত
পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ