‘জুলাই’ চেতনাকে বুকে ধারণ করে চাঁদাবাজ নির্মূল করতে হবে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জুলাই’ চেতনাকে বুকে ধারণ করে চাঁদাবাজ নির্মূল করতে হবে: গিয়াসউদ্দিন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



‘জুলাই’ চেতনাকে বুকে ধারণ করে চাঁদাবাজ নির্মূল করতে হবে: গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন চাঁদাবাজদের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, সে যদি আমাদের দলেই হয় তারও কোনো রেহাই নাই।” তার কথায় যেন বারুদের গন্ধ, যা নারায়ণগঞ্জকে চাঁদাবাজমুক্ত করার এক দৃঢ় প্রতিজ্ঞা।

গিয়াস উদ্দিনের বক্তব্যে চাঁদাবাজদের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। তিনি বলেন, “যারা চাঁদা নেয় তারা মানুষের বাচ্চা না, তারা অমানুষের বাচ্চা। তারা পশুর চেয়েও খারাপ, নির্লজ্জ, তারা কুকুরের চেয়েও খারাপ।” এই কঠোর মন্তব্য করেই তিনি থামেননি, জনগণের উদ্দেশ্যে দিয়েছেন সরাসরি নির্দেশ: “আর এই কুকুরকে কিভাবে ঠিক করতে হয় তা আপনারা জানেন। এই কুকুরদেরকে লাঠি হাতে তাড়িয়ে দিতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে।”

তিনি প্রশাসনকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “চোখ কান খোলা রেখে জুলাই এর চেতনাকে বুকে ধারণ করে যেকোনো মূল্যে চাঁদাবাজ নির্মূল করতে হবে। আপনারা তাদেরকে ধরবেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।” তার এই বক্তব্য যেন স্থানীয় প্রশাসনের প্রতি এক সুস্পষ্ট বার্তা—হয় চাঁদাবাজদের ধরো, নয়তো জনগণই ব্যবস্থা নেবে!

রাজনৈতিক প্রসঙ্গে গিয়াস উদ্দিন দৃঢ় কণ্ঠে বলেন, “১৬ বছর বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সফল হয়নি। এখন আবারও ষড়যন্ত্র হচ্ছে। কোনো ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারে নাই।” তার মতে, এর একমাত্র কারণ তারেক রহমানের একক নেতৃত্ব। তিনি বলেন, “তারেক রহমান এমন এক অবিসংবাদিত নেতা যার জনপ্রিয়তা সবার উপরে। সে কারণেই তারেক রহমানের সাথে রাজনীতি করে না পেরে এখন ষড়যন্ত্রে নেমেছে।” তার এই বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ঐক্য ও নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হলিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস,এম,আসলাম, ডি,এইচ,বাবুল, সেলিম মাহমুদ, জি,এম,সাদরিল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, কৃষকদল নেতা নাছির প্রধান, যুবদল নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৫   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজড করছে সরকার : বিডা চেয়ারম্যান
জামালপুরে ৩১ দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ।
‘গত ১৬ বছর ওসমান দালালরা ভোট ‘হাইজ্যাক’ করে গণতন্ত্রকে হত্যা করেছে’
‘বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র’
‘ই-বেইলবন্ড’ চালুর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে - আসিফ নজরুল
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ