‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হামলা-ভাঙচুর

প্রথম পাতা » গোপালগঞ্জ » ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হামলা-ভাঙচুর
বুধবার, ১৬ জুলাই ২০২৫



‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে উঠে ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় হামলাকারীদের।

বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক পার্টি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে মাসব্যাপী একটি কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভা করার কথা ছিল দলের। এর আগের দিন, দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১৬ জুলাইয়ের কর্মসূচিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নামে ঘোষণা দেওয়া হয়।

সকাল থেকেই কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দেয়। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও।

সদর থানার ওসি বলেন, এনসিপির কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসছিলেন—এমন খবরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখনো কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট সড়কে ইউএনওর গাড়িবহরেও হামলা চালানো হয়। সেখানে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়। ইউএনও এম রকিবুল হাসান বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে অবরোধ সৃষ্টি করছিলেন। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আমার গাড়িবহরে হামলা চালানো হয়।’

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৩৭   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে দুই উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ