পাঁচ ম্যাচ পর গোলহীন মেসি, বড় হার মায়ামির

প্রথম পাতা » খেলাধুলা » পাঁচ ম্যাচ পর গোলহীন মেসি, বড় হার মায়ামির
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



পাঁচ ম্যাচ পর গোলহীন মেসি, বড় হার মায়ামির

টানা পাঁচ ম্যাচে লিওনেল মেসির জোড়া গোল, ইন্টার মায়ামিও টানা জয়ে উড়ছিল। অবশেষে গোল করে ক্লান্ত হলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার বিবর্ণ পারফরম্যান্সে ইন্টার মায়ামিও দেখলো বড় হার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) টিকিউএল স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। এদিন পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও দলের বড় হার ঠেকাতে পারেননি মেসি।

গত ২৫ মে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর এমএলএসে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। এই পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে জোড়া গোল করেছিলেন মেসি। মেসির গোলের ধারায় ছেদ পড়ার পাশাপাশি মায়ামির জয়রথও থামলো।

এই হারে ইস্টার্ন কনফারেন্সে ২০ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে মায়ামি। ৪৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া শীর্ষে থাকলেও তারা তিনটি ম্যাচ বেশি খেলেছে।

এদিন অবশ্য বলের দখলে মায়ামিই এগিয়ে ছিল। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১০টি শট নিয়েছে মায়ামি, এর মধ্যে মাত্র ২টি শট লক্ষ্যে ছিল। বিপরীতে ১১টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা।

প্রথমার্ধের ১৬ মিনিটে ওরেল্লানোর পাস থেকে জেরার্দো ভালেঞ্জুয়েলা গোল করে সিনসিনাটিকে এগিয়ে দেন। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবার গোল করেন ইভানদার। এরপর ৭০ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারই মারেন। চলতি মৌসুমে এই নিয়ে ২১ ম্যাচে ১৫ গোল ও ৭ অ্যাসিস্ট করলেন ইভানদার।

এই জয়ে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে সিনসিনাটি।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৩   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ