সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না: আল শারা

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না: আল শারা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না: আল শারা

সিরিয়ার সোয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর ওপর সিরীয় বাহিনী হামলা চালাচ্ছে এমন অভিযোগে দেশটির অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই হামলার পর এক বিবৃতিতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা দ্রুজ নাগরিকদের অধিকার রক্ষা তার সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন। একই সঙ্গে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৭ জুলাই) টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, দ্রুজ নাগরিকদের ও তাদের অধিকার রক্ষা ‘আমাদের অগ্রাধিকার’।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজদের আক্রমণরত সরকারি বাহিনীকে ইসরাইল ধ্বংস করে দেয়ার প্রত্যয় জানানোর পর তিনি এ কথা বলেন।

বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল। এরপর টেলিভিশনে সম্প্রচারিত প্রথম বিবৃতিতে শারা সতর্ক করে বলেছেন, সিরিয়ার জনগণ যুদ্ধে ভয় পায় না।

তিনি বলেন, ‘যারা যুদ্ধকে ভয় পায় আমরা তাদের মধ্যে নেই। আমরা আমাদের জনগণকে রক্ষা ও বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করতে করতে জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু আমরা সিরীয়দের স্বার্থকে বিশৃঙ্খলা ও ধ্বংসের আগে স্থান দিয়েছি।’

সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না আর তাদের মর্যাদা হুমকির মুখে পড়লে তারা লড়াই করতে প্রস্তুত বলেও দাবি করেন আল শারা।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দ্রুজ নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় সুয়েইদা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করছে সিরীয় সরকার। তবে তা টিকবে কিনা স্পষ্ট নয়।

গত রোববার সোয়েইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া এবং বেদুইন উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

রয়টার্স বলছে, ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে কিছু সামরিক স্থাপনায়ও আঘাত হেনেছে।

ইসরাইল দ্রুজদের ওপর হামলারত সিরিয়ার সরকারি বাহিনীকে প্রত্যাহার করা না হলে তাদের ধ্বংস করে দেয়ার প্রত্যয় জানিয়েছে।
শারা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন ক্রমশ উষ্ণ হয়ে উঠছে আর তার প্রশাসনের সঙ্গে ইসরাইলের নিরাপত্তা যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে তখনই এসব হামলা চালাল ইসরাইল।

সিরিয়ার নতুন শাসকদের ‘ছদ্মবেশী জিহাদি’ হিসেবে বর্ণনা করে ইসরাইল বলেছে, তারা সিরিয়ার বাহিনীগুলোকে ইসরাইলের সীমান্ত সংলগ্ন দক্ষিণ সিরিয়ায় অগ্রসর হতে দেবে না এবং ওই অঞ্চলের দ্রুজ সম্প্রদায়কে হামলা থেকে রক্ষা করবে।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে ইসরাইলি বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। তুরস্ক, ইরান, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জাতিসংঘ, উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশের পাশাপাশি অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

ইসরাইল-সিরিয়ার বর্তমান দ্বন্দ্বকে ‘ভুল বোঝাবুঝি’ বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি শিগগিরই সংঘাত থামবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে দ্রুজ সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে ইসরাইল থেকে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকছেন সংখ্যালঘু সম্প্রদায়টির শত শত মানুষ।

বাংলাদেশ সময়: ১৬:০১:২৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু
সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না: আল শারা
ভণ্ড সাধুদের রুখতে উত্তরাখণ্ড সরকারের অভিযান, গ্রেপ্তার ৮২
সিরিয়ার সামরিক সদর দফতরে ইসরাইলের হামলা!
গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত, বিধান পাস করল ইরান
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৫৮ হাজার
একরাতেই ৬০০ ড্রোন-মিসাইল দিয়ে রাশিয়ার হামলা!
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
আজারবাইজানে সিরিয়া ও ইসরাইলের কর্মকর্তাদের বৈঠক!
৩৬ তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ