প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশ-পাকিস্তানের একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশ-পাকিস্তানের একাদশ
রবিবার, ২০ জুলাই ২০২৫



প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশ-পাকিস্তানের একাদশ

বিশ্রামের যেন ফুরসত–ই মিলছে না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে এসেই দুই দিনের মাথায় তাদের আবারও মাঠে নামতে হচ্ছে। আজ (রোবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

স্বভাবতই ম্যাচ ডে–তে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা শুরু হয়। ব্যতিক্রম নয় এই ম্যাচও। মিরপুরের উইকেটে বোলারদের হাতেই ম্যাচে পার্থক্য তৈরির সুযোগ থাকে বেশি। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের থেকে চেয়ে বাংলাদেশের একাদশে এগিয়ে থাকবেন শেখ মেহেদী হাসান। এ ছাড়া ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়েই টাইগাররা আজও নামতে পারে।

অন্যদিকে, পাকিস্তান তাদের একাদশে এদিন হুসাইন তালাতের পাশাপাশি অনিভিষিক্ত বাঁ-হাতি পেসার সালমান মির্জাকে সুযোগ দিতে পারে। কারণ বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের একাদশে থাকা শাদাব খান ও হাসান আলি নেই এবার। বাংলাদেশ-পাকিস্তানের সর্বশেষ সিরিজের মতো বড় রান না–ও দেখা যেতে পারে এই সিরিজে। মিরপুরের পিচ সাধারণত বোলিং সহায়ক এবং টি-টোয়েন্টি ম্যাচ ১৫০ রানের গণ্ডিতে আটকে থাকতে দেখা যায়।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে সবমিলিয়ে পাকিস্তানের দ্বারেকাছেও নেই বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল ২২ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র ৩ এবং বাকি ১৯ ম্যাচে জিতেছে পাকিস্তান। দুই দল সবমিলিয়ে ৬টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, এর মধ্যে ৫টিতেই জিতেছে পাকবাহিনী। বাংলাদেশ একমাত্র ২০১৫ সালে অনুষ্ঠিত এক ম্যাচের সিরিজে জিতেছিল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশ-পাকিস্তানের একাদশ
টাইব্রেকারে ফ্রান্সকে বিদায় করে সেমিতে জার্মানি
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম - ক্রীড়া উপদেষ্টা
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
পাঁচ ম্যাচ পর গোলহীন মেসি, বড় হার মায়ামির
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
১১৪ বছর বয়সে দুর্ঘটনায় মারা গেলেন কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং
পিএসজিকে মাটিতে নামিয়ে শিরোপা জিতল চেলসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ