নিউজিল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনাল ভারত

প্রথম পাতা » খেলাধুলা » নিউজিল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনাল ভারত
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



নিউজিল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনাল ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কিউইদের বৃষ্টি আইনে ৫৩ রানের ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

ফলে চূড়ান্ত হয়ে গেল টুর্নামেন্টের সেমিফাইনালের চার দল। আগেই শেষ চার নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে ৪৯ ওভারে ৩ উইকেটে ৩৪০ সংগ্রহ করে ভারত। যা তাদের ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। প্রাতিকা রাওয়াল ১৩৪ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১২২ রান করেন। ৯৫ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করেন স্মৃতি মান্ধানা। এছাড়া ৫৫ বলে ১১ চারের মারে ৭৬ রানে অপরাজিত ছিলেন জেমিমা রদ্রিগেজ।

বৃষ্টি আইনে ৪৪ ওভারে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৫ রানের। এ ম্যাচ জিতলে সেমির আশা বেঁচে থাকতো তাদের। তবে ব্যর্থ হয়েছেন সোফি ডিভাইনরা। ৮ উইকেট হারিয়ে ২৭১ রানের বেশি তুলতে পারেনি তারা। ৮৪ বলে ব্রুকি হ্যালিডের ৮১ আর ৫১ বলে ইসাবেলা গেজের ৬৫ রানের অপরাজিত ইনিংস হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি।

এ জয়ের পর ৬ ম্যাচ শেষে ভারতের পয়েন্ট হলো ৬। সমান ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। লিগ পর্বের শেষ ম্যাচে ভারত হারলে এবং কিউয়িরা হারলে দু’দলই শেষ করবে ৬ পয়েন্ট নিয়ে। কিন্তু বেশি ম্যাচ জেতার সুবাদে এগিয়ে থাকবে ভারত। হিসেবে আসবে না নেট রান রেটের সমীকরণ। ভারত ইতোমধ্যে ৩ ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ড শেষ ম্যাচ জিতলেও তাদের জয়ের সংখ্যা হবে ২। বৃষ্টির কারণে ‍দুই ম্যাচে কপাল পুড়েছে তাদের।

এদিকে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও পয়েন্ট টেবিলে উন্নতি হবে না ভারতের। চারে থেকেই সেমিফাইনালে লড়তে হবে তাদের। কারণ তিনে থাকা ইংল্যান্ড তাদের তুলনায় ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। এখনো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকবে সেটাও নিশ্চিত নয়। তাই এখনো সেমির প্রতিপক্ষ নিশ্চিত হয়নি হারমানপ্রীতদের।

আগামী ২৯ এবং ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের দুই সেমিফাইনাল। ২ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আসরের।

বাংলাদেশ সময়: ১২:১৭:৫১   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ
তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ