পিএসজির গোলবন্যায় বিধ্বস্ত বায়ার লেভারকুজেন

প্রথম পাতা » খেলাধুলা » পিএসজির গোলবন্যায় বিধ্বস্ত বায়ার লেভারকুজেন
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



পিএসজির গোলবন্যায় বিধ্বস্ত বায়ার লেভারকুজেন

চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুজেনকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাবটিকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।

প্রথমার্ধের শেষ দিকে দুই দলেরই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখার পর লেভারকুজেনকে ১০ জন নিয়ে খেলতে হয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে পিএসজি একের পর এক গোল করে ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায়। এই জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই সপ্তম মিনিটে উইলিয়ান পাচোর গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের শেষ দিকে লেভারকুজেনের আন্দগিশ এবং পিএসজির জাবারনি লাল কার্ড দেখলে উভয় দলই ১০ জনে নামে। পরে পেনাল্টি থেকে আলেইশ গার্সিয়া গোল করে সমতা আনেন লেভারকুজেনের হয়ে।

তবে বিরতির আগেই তিন গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় পিএসজি। ৪১তম মিনিটে দুয়ে দলকে আবার এগিয়ে নেন, এরপর কাভারাৎস্খেলিয়া করেন তৃতীয় গোলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড দুয়ে।

দ্বিতীয়ার্ধেও থামেনি পিএসজির আক্রমণ। ৫০তম মিনিটে নুনো মেন্ডেস ও ৬৬তম মিনিটে বদলি নামা উসমান দেম্বেলে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ভিতিনহা দলের সপ্তম গোলটি করে বড় জয়ের উৎসব সম্পূর্ণ করেন।

এই জয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। অন্যদিকে বড় ব্যবধানে হারায় কঠিন চাপে পড়েছে বায়ার লেভারকুজেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৬   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজির গোলবন্যায় বিধ্বস্ত বায়ার লেভারকুজেন
লোপেসের হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব
সুপার ওভারে ১ রানে হারল বাংলাদেশ
রিশাদ ঝড়ে আজও দুইশ পেরোলো বাংলাদেশ
এশিয়ান যুব গেমসে ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল
শ্রীলঙ্কার কাছে ৭ রানের হৃদয় ভাঙা হার মেয়েদের
বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো
‘গোলমেশিন’ হল্যান্ডের জোড়ায় শীর্ষে ম্যান সিটি
নটিংহ্যামের হতাশা বাড়িয়ে সহজ জয় চেলসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ