ঢাকায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের মন্ত্রীর শোক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঢাকায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের মন্ত্রীর শোক
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



ঢাকায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের মন্ত্রীর শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়কমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

সোমবার ঢাকায় বিমান দুর্ঘটনা নিয়ে এক বিবৃ‌তিতে এ শোক প্রকাশ করে‌ন ব্রিটিশ মন্ত্রী।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এ তথ‌্য জা‌নিয়েছে।

শোকবার্তায় ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়ে‌ছি, যেখানে অনেক শিশু প্রাণ হা‌রিয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রতি আমার সমবেদনা জানাই।

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি দিয়ে প্রশিক্ষণ চালানোর সময় তা যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ক্লাস করছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার শুরু করে।

পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেয়া হয়।

মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ জনে। এদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৫   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের
নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি
কড়া সতর্কবার্তা দিলেন নেপালের সেনাপ্রধান
এবার নেপালের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ