যারা অতীতে ঘাপটি মেরে ছিলেন, তারা এখন সামনে আসছেন: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা অতীতে ঘাপটি মেরে ছিলেন, তারা এখন সামনে আসছেন: মামুন মাহমুদ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



যারা অতীতে ঘাপটি মেরে ছিলেন, তারা এখন সামনে আসছেন: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এখন আর সেই আন্দোলনের চেহারা নেই, কিন্তু সংগ্রাম থেমে যায়নি। তাই দলকে সুশৃঙ্খল রাখতে হবে। যারা অতীতে ঘাপটি মেরে ছিলেন, তারা এখন সামনে আসছেন। কিন্তু দল কোনো সুবিধাবাদীকে আর সুযোগ দেবে না। কেউ দলকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে চাইলে, দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কাশীপুরের বাংলাবাজার এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

মামুন মাহমুদ আরও বলেন, “১৫ বছরের দুঃশাসনের পর আজ গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। যারা শহীদ হয়েছেন, তাদের আত্মা তখনই শান্তি পাবে, যখন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা যাবে। জুলাই-আগস্ট যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের বিচারও চাই। প্রতিটি ষড়যন্ত্রের জবাব আমরা চাই।”

তিনি অভিযোগ করেন, “গত কয়েকদিনের ঘটনাগুলো ছিল সাজানো চক্রান্তের অংশ। জনগণের দাবি এবং তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই আগামী দিনের সিদ্ধান্ত নেবে কেন্দ্র। আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের সম্মান দিতে হবে।”

তিনি তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধ থাকুন। বিভ্রান্তি ছড়ালে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এমন একটি নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে মানুষ প্রকৃত অর্থে যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নিতে পারে।”

অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির নেতাদের হাতে নতুন সদস্য সংগ্রহ ফরম তুলে দেন জেলা নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, সাবেক মেম্বার তোফাজ্জল হোসেন, একরামুল কবির মামুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল।

বাংলাদেশ সময়: ২২:৫২:২৮   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
নির্বাচনে এআই ভয়াবহ হুমকি হতে পারে : সিইসি
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত
পানির সংকটে বিপর্যস্ত পাটচাষ, লালমনিরহাটে অনাবৃষ্টিতে ফিকে সোনালী আঁশের স্বপ্ন
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান ফ্রান্সের
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে : ডা. শফিকুর রহমান
যারা অতীতে ঘাপটি মেরে ছিলেন, তারা এখন সামনে আসছেন: মামুন মাহমুদ
দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার না করার আহ্বান নৌ-পরিবহন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ